রাজ্যে ৪৬ টি জেলার ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে নতুন একগুচ্ছ জেলার জন্ম নিয়ে জল্পনা বেড়েছে। তিনি বলেছেন, উন্নয়নের প্রয়োজনে জেলার সংখ্যা বাড়ানো প্রয়োজন।
আগামী দিনে ২৩ টি থেকে ৪৬ টা অবধি জেলা করার ইচ্ছে রয়েছে সরকারের। কিন্তু পর্যাপ্ত আধিকারিক না থাকার কারণে তা সম্ভব হচ্ছে না।

সূত্রের খবর, প্রশাসনিক কাজে সুবিধের জন্য এর আগে নতুন জেলা ঘোষণার পরিকল্পনা নিয়েছে নবান্ন।

   

দুটি ২৪ পরগণা নিয়ে বিশেষ পরিকল্পনা রয়েছে সরকারের। শোনা যাচ্ছে, উত্তর ২৪ পরগণা ভেঙে বসিরহাট এবং উত্তর ২৪ পরগণা ঘোষণা করতে চলেছে নবান্ন।

অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগণাকে ভেঙে ৩ টি জেলার ঘোষণা হতে পারে। সেক্ষেত্রে তিনটি জেলা হতে পারে আলিপুর সদর, ডায়মন্ডহারবার। অন্য একটি জেলায় যুক্ত হতে পারে বারুইপুর থেকে ক্যানিংয়ের অংশ।

তবে বিশেষ জল্পনা রয়েছে সুনদরবন ঘিরে। কারণ, অনেক আগে থেকেই সুনদরবনকে আলাদা জেলা ঘোষণার পরিকল্পনা ছিল মুখ্যমন্ত্রীর। একথা আগেই জানিয়েছিলেন তিনি। মানুষকে দ্রুত পরিষেবা দেওয়ার কথা ভেবেই এই সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী।

যদিও এই জল্পনা নতুন কিছু নয়। দুই দিনের বঙ্গ সফরে এসে একই কথা শোনা গিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়। তিনি বলেন, ভারতীয় জনতা পার্টির সরকার হলে, এক বছরের মধ্যে সুন্দরবনকে আলাদা জেলা করা হবে। এখানেই না থেমে তাঁর আরও সংযোজন বাংলায় বিজেপি সরকার এলে সুন্দরবনে এইমস তৈরি করব। যাতে আপনাদের ওই অত দূর কলকাতায় না চিকিতসা করাতে যেতে হয়। এখানেই আপনারা উন্নত মানের চিকিৎসা পাবেন।

সেই রেশ ধরে বুধবার কলকাতা টাউন হলে ডব্লিউবিসিএস আধিকারিকদের বার্ষিক সাধারণ সভার উদ্বোধনে মুখ্যমন্ত্রীর মন্তব্যে ২৩ এর বদলে ৪৬টি জেলার কথা শোনা গেল। যা ঘিরে রাজনৈতিক মহলে শুরু জল্পনা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন