Weather: ২ দিন পরিষ্কার আকাশ, সপ্তাহশেষে বৃষ্টির সম্ভাবনা

এ বছরের মতো লোটা কম্বল গুটিয়ে বিদায় নিয়েছে শীত। রাজ্যে এখন বসন্তের আবহাওয়া। তবে সকাল ও সন্ধ্যায় হালকা ঠান্ডার আমেজ এখনও চেটেপুটে উপভোগ করছে শহরবাসী।…

weather in Kolkata

এ বছরের মতো লোটা কম্বল গুটিয়ে বিদায় নিয়েছে শীত। রাজ্যে এখন বসন্তের আবহাওয়া। তবে সকাল ও সন্ধ্যায় হালকা ঠান্ডার আমেজ এখনও চেটেপুটে উপভোগ করছে শহরবাসী। মঙ্গল ও বুধবার এভাবেই আবহাওয়া উপভোগ করা যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টি সম্ভাবনা রয়েছে রাজ্যে।

মঙ্গলবার প্রধানত পরিষ্কার আকাশ। তাপমাত্রার তেমন কোনও হেরফের হবে না। বৃহস্পতিবার পর্যন্ত আবহাওয়া থাকবে শুষ্ক। তবে বৃহস্পতিবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই কয়েকদিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। দার্জিলিং এবং কালিম্পং জেলা বাদ দিয়ে বাকি জেলাগুলি আবহাওয়া শুকনো থাকবে। এই দুই জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। পশ্চিমী ঝঞ্ঝা ও নিম্নচাপ অক্ষরেখার জোড়া ফলায় রাজ্যে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। তার জেরেই হতে পারে বৃষ্টি।

Advertisements

মঙ্গলবার কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস। এটিও স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯৭ শতাংশ, সর্বনিম্ন ২৫ শতাংশ।