Paschim Bardhaman: তৃণমূলকে তাড়া করল সিপিএম! তুমুল উত্তেজনা কাঁকসায়

Panchayat-clash

পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) কাঁকসায় ভোট গণনার দিন তুমুল উত্তেজনা। তুমুল অশান্তি কাঁকসার গণনা কেন্দ্রের সামনে। জানা যাচ্ছে মঙ্গলবার কাঁকসা গণনা কেন্দ্রের সামনে উত্তেজনা ছড়ায়। সিপিএম-এর এজেন্টদের তাড়া করল তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এমনটাই অভিযোগ উঠেছে। তবে ঘটনা এখানেই শেষ হয়নি। পাল্টা তির-ধনুক নিয়ে টিএমসি-র কর্মীদের উপর চড়াও হয় সিপিএম সমর্থকরা। এলাকায় পরিস্থিতি রীতিমত উত্তপ্ত হয়ে ওঠে।

Advertisements

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুঁটে যায় কাঁকসা থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়েই সকাল ৮ টায় শুরু হয়েছে ভোট গণনা। গণনাকেন্দ্রের ধারেকাছে জমায়েতের উপর নিষেধাজ্ঞা রয়েছে। প্রত্যেক কেন্দ্রে মোতায়েন করা হয়েছে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

Advertisements

প্রথমে হবে গ্রাম পঞ্চায়েতের গণনা, তারপর পঞ্চায়েত সমিতি এবং শেষে জেলাই পরিষদের। ৩৩৯ টি কেন্দ্রে গণনা চলছে।