ব্যাপক বোমাবাজি বীরভূমের আমোদপুরে, উত্তপ্ত পরিস্থিতি

Crude Bombs

ব্যাপক বোমাবাজির খবর আসছে বীরভূমের আমোদপুর থেকে। উত্তপ্ত পরিস্থিতি। জানা যাচ্ছে, বেশ কয়েক বিজেপি কর্মী আহত হয়েছেন ঘটনায়। বীরভূমে মুড়ি মুড়কির মতো পড়ছে বোমা।

বোমাবাজি ছাড়াও সঙ্গে বাঁশ লাঠি নিয়ে বিজেপি কর্মী সমর্থকদের মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। ঘটিনাকে কেন্দ্র করে এলাকায় ব্যপক উত্তাজনা এবং আতঙ্ক ছড়িয়েছে। 

   

অপর দিকে জানা যাচ্ছে, একসঙ্গে ২৫ টি বোমা উদ্ধার হয়েছে। এতগুলি বোমা ফাটলে বড়সড় দুর্ঘটনা হতে পারত। তবে তার আগেই বোমাগুলি উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি দুবরাজপুরের ধ’গ্রামের নদী সংলগ্ন এলাকার একটি জঙ্গলের। বোম্ব স্কোয়াড গিয়ে বোমাগুলি নিষ্ক্রিয় করেন। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নকে কেন্দ্র করে এমনিতেই রাজ্যজুড়ে অশান্তির আবহ চলছে। মনোনয়ন জমা দিতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিরোধীরা।

আগামী ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচন। তার আগে চলছে মনোনয়ন জমা এবং সেই মনোনয়নকে ঘিরে জেলায় জেলায় অশান্তির ছবি প্রকাশ্যে। বৃহস্পতিবার মনোনয়নকে কেন্দ্র করে সকাল থেকেই জেলা জুড়ে অশান্তির চিত্র। উত্তর দিনাজপুরের চোপড়ায় গুলিবিদ্ধ হয়ে এক বান সমর্থকের মৃত্যু হয়েছে, আহত আরও ২। বাম-কংগ্রেস একসঙ্গে মিছিল করে বিডিও অফিসে যাওয়ার পথে দুস্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ। অভিযোগের তীর শাশক দলের আশ্রিত দুস্কৃতীদের বিরুদ্ধে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন