নিরাপত্তাহীনতায় ভুগছিলেন পুরকর্মীরা, বেশি নিরাপত্তা বাড়ল বালুরঘাট পুরসভায়

বারংবার হতে হচ্ছে হেনস্থা। এমনটাই অভিযোগ তুলেছিল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট (Balurghat) পুরসভার পুরকর্মীরা। একের পর এক অভিযোগ আসতে থাকাতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। আরে পরে জানানো…

নিরাপত্তাহীনতায় ভুগছিলেন পুরকর্মীরা, বেশি নিরাপত্তা বাড়ল বালুরঘাট পুরসভায়

বারংবার হতে হচ্ছে হেনস্থা। এমনটাই অভিযোগ তুলেছিল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট (Balurghat) পুরসভার পুরকর্মীরা। একের পর এক অভিযোগ আসতে থাকাতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। আরে পরে জানানো হয় যতক্ষণ পুরসভা খোলা থাকবে, ততক্ষণ পুরসভার বাইরে মোতায়েন থাকবে সিভিক ভলেন্টিয়ার সহ পুলিশ।

সম্প্রতি বালুরঘাট পুরসভায় ঢুকে এক কর্মীকে মারধরের অভিযোগ উঠেছিল। তার পর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন পুরসভার কর্মীরা। মনোবল ফেরাতেই মোতায়েন করা হল এবার পুলিশ। পুরসভায় প্রতিদিন দুজন করে অফিসার ও প্রায় ২০ জন সিভিক ভলেন্টিয়ার থাকবেন। যদিও বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র পুলিশি নিরাপত্তার বিষয়টি মান্যতা দেননি।

তিনি জানিয়েছেন, নিরাপত্তার কি আছে। বালুরঘাটের মানুষ শান্তিপ্রিয়। বালুরঘাটের মানুষ সবসময় শান্তির পক্ষে। কখনওই তারা বিশৃঙ্খলা বরদাস্ত করবে না। বালুরঘাট পুরসভার এক কর্মীকে কর্মরত অবস্থায় মারধর করার অভিযোগ ওঠে। এরপর পুরসভার এক ইঞ্জিনিয়ারকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। আর এর ফলেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা বালুর্ঘট পুরসভায়।

Advertisements

এই প্রসঙ্গে বালুরঘাট থানার আইসি জানিয়েছেন, আগে থেকেই সেখানে পুলিশ মোতায়েন ছিল। এখন পুলিশি নিরাপত্তা আরও বাড়ানো হল। এবার পুলিসের সঙ্গে থাকবে সিভিক ভলেন্টিয়ার।