Malda: মাছ ব্যবসায়ীর বাড়িতে টাকার পাহাড়, চোখ কপালে CID-র

এবার মালদার (Malda) গাজোলে টাকার পাহাড়। জানা গিয়েছে, রবিবার গাজোলের ঘাকশোল এলাকায় জয়প্রকাশ সাহা নামে মাছ ব্যবসায়ীর বাড়িতে সিআইডির আধিকারিকরা হানা দেয়। তার বাড়িতে হানা…

এবার মালদার (Malda) গাজোলে টাকার পাহাড়। জানা গিয়েছে, রবিবার গাজোলের ঘাকশোল এলাকায় জয়প্রকাশ সাহা নামে মাছ ব্যবসায়ীর বাড়িতে সিআইডির আধিকারিকরা হানা দেয়। তার বাড়িতে হানা দিয়ে বেশ কিছু টাকা উদ্ধার হয়েছে বলেই জানা যাচ্ছে বিভিন্ন সূত্রে।

Advertisements

এখনো পর্যন্ত ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। নিয়ে আসা হয়েছে টাকা গুনার মেশিন। মোতায়ন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে কৌতুহলী মানুষের ভিড়। সূত্রের খবর, এখনও অবধি ১ কোটি ৩০ লক্ষ টাকা উদ্ধার করেছে সিআইডি। প্রশ্ন উঠছে, মাছের ব্যবসার আড়ালে আর কী ব্যবসা চালাতেন ওই ব্যবসায়ী?

   
ব্যবসায়ীর বাড়িতে সিআইডি

সিআইডি সূত্রে খবর, নিষিদ্ধ কাফসিরাপ পাচারের সঙ্গে যুক্ত এই মাছ ব্যবসায়ী। এদিকে এই ঘটনায় সরব হয়েছে বিজেপি।  সিআইডির তদন্ত অভিযানকে স্বাগত জানিয়েছে বিজেপি। তবে এই ঘটনার সঙ্গে ওই ব্যবসায়ী কীভাবে জড়িত? তা স্পষ্ট করে জানা যাচ্ছে না।