আনিস হত্যা মামলায় এবার ওড়া গ্রামীণের পুলিশ সুপার সৌম্য রায়কে তলব করা হল ভবানী ভবনে। সেইসঙ্গে শোনা যাচ্ছে ছাত্র নেতা খুনের তদন্তভার সিআইডির হাতে যেতে পারে।
বিস্তারিত আসছে…
শোনা যাচ্ছে একাধিক প্রশ্নের সম্মুখীন হতে পারেন পুলিশ সুপার। আনিস মৃত্যুকাণ্ডে যে প্রশ্নগুলি তুলছে সাধারণ মানুষ সে বিষয়েই কথা বলা হতে পারে পুলিশ সুপারের সঙ্গে। এদিকে প্রকাশ্যে এসেছে আনিস খানের ময়নাতদন্তের রিপোর্ট।
রিপোর্ট অনুযায়ী, আনিসের মাথায় চোট ছিল । রবিবার আনিসের সারদা দক্ষিণ পাড়ার বাড়িতে যান আমতা থানার এএসআই । পুলিশ দেখেই ক্ষোভে ফেটে পরে পরিবার সহ গোটা গ্রামবাসী।
এদিন চরম বিক্ষোভের মুখে পড়ে ফিরে যেতে বাধ্য হয় পুলিশবাহিনী। পরিবারের দাবি, পুলিশই মেরেছে তাদের ছেলেকে। তাই সিবিআইকে দিয়ে এই ঘটনার তদন্ত করাতে হবে।
বিক্ষোভকারীদের অভিযোগ, ঘটনার কথা পুলিশকে জানানো হলেও তাঁদের মধ্যে গড়িমসি দেখা যায়। বহুক্ষণ ঘটনাস্থলে দীর্ঘক্ষণ পড়ে থাকে আনিশের রক্তাক্ত দেহ। প্রায় সাত-আট ঘণ্টা পর ঘটনাস্থলে যায় পুলিস। ময়নাতদন্তের জন্য দেহ নিয়ে চলে যায়। কিন্তু তারপর থেকে পুলিশকে আর সেখানে দেখা যায়নি। এমনকী, ঘটনাস্থলে অরক্ষিত অবস্থায় পড়ে থাকে চাপ চাপ রক্ত। কোনও নমুনা অবধি সংগ্রহ করা হয়নি বলে পরিবারের অভিযোগ।