HomeBharatPoliticsতোলাবাজি-ব‍্যবসায়ী অপহরণ-কাণ্ডে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর

তোলাবাজি-ব‍্যবসায়ী অপহরণ-কাণ্ডে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর

- Advertisement -

বৃহস্পতিবার রাতেই বারাসাত পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর (Trinamool Councillor)মিলন সর্দারকে গ্রেফতার করল সিআইডি৷ তার বিরুদ্ধে রয়েছে আর্থিক প্রতারণা মামলা এবং অপহরণ সংক্রান্ত মামলার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁকে৷

সূত্রের খবর, গতকাল রাতেই তাঁর বাড়ি থেকেই গ্রেফতার করা হয় তৃণমূলের কাউন্সিলরকে৷ এরপর বারাসত থানা থেকে তাঁকে সোজা ভবানী ভবনে নিয়ে চলে যান সিআইডি কর্তারা। সিআইডি সূত্রে জানা গিয়েছে, মিলন সর্দারের বিরিদ্ধে অভিযোগ, এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় দফায় দফায় ৯ কোটি টাকা নিয়েছেন এই তৃণমূল কাউন্সিলর৷ সেই সঙ্গে রয়েছে অপহরণের অভিযোগও। ইতিমধ্যেই তাঁকে দল থেকেও ত্যাগ করা হয়েছে।

   

বর্তমানে উত্তর চব্বিশ পরগনার ব্যবসায়ী দেবব্রত দে-কে দু’দফায় কিডন্যাপ করার অভিযোগ রয়েছে মিলনের বিরুদ্ধে। একসময় ত্রিপুরায় থাকতেন দেবব্রত। মোটা অঙ্কের মুক্তিপণের জন্যই তাঁকে অপহরণ করা হয়েছিল বলে অভিযোগ। দলবিরোধী কাজের জন্য যেমন দল থেকে বহিষ্কার করা হয়েছে, সেইভাবে বারাসত সাংগঠনিক জেলার সভাপতি ও সাংসদ কাকলি ঘোষ দস্তিদার তিনি এই ঘটনার নিন্দা করে স্পষ্টত জানিয়ে দিয়েছেন, “এই ধরণের ঘটনা কোনও মতেই বরদাস্ত করবে না দল।” সূত্রের খবর, অপহরণকারী দলের মাথা ছিলেন মিলন। তাঁর প্ল্যান মোতাবেকই বারাসতে আটকে রাখা হয়েছিল খড়দা থানা এলাকার ওই ব্যবসায়ীকে।

- Advertisement -
Suparna Parui
Suparna Paruihttps://kolkata24x7.in/author/suparna-parui
হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular