Job Scam: নিয়োগ দুর্নীতিতে তদন্তে সিবিআইকে তথ্য দেবে গুগুল বাবা!

গুগুল দেবে তথ্য। সেই তথ্য নিয়ে সিবিআই তদন্ত করবে। নিয়োগ দুর্নীতিতে (Job Scam) তদন্তে গুগলকে চিঠি দিল সিবিআই। দুটি ওয়েবসাইট সম্পর্কে জানতেই গুগলকে চিঠি দেওয়া হয়েছে।

Bengal SSC Scam

গুগুল দেবে তথ্য। সেই তথ্য নিয়ে সিবিআই তদন্ত করবে। নিয়োগ দুর্নীতিতে (Job Scam) তদন্তে গুগলকে চিঠি দিল সিবিআই। দুটি ওয়েবসাইট সম্পর্কে জানতেই গুগলকে চিঠি দেওয়া হয়েছে। দুটি ভুয়ো ওয়েবসাইট সম্পর্কে জানতেই এই চিঠি পাঠানো হয়েছে গুগুলকে।

সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে নেমে সিবিআই জানতে পেরেছে, পর্ষদের একটি নকল ওয়েবসাইট খোলা হয়েছিল। টাকার বিনিময়ে চাকরি দেওয়ার জন্য এই ভুয়ো সাইট খুলে চাকরি বিক্তি করা হত। যারা টাকা দিত, তাঁদের নাম উল্লেখ ছিল এই ওয়েবসাইটে। সেটা দেখিয়েই চাকরি প্রার্থীদের কাছ থেকে মোটা টাকা নেওয়া হত।

   
Advertisements

ওয়েবসাইটের দেওয়া রেজাল্টে ‘পাশ’ দেখানো হত। সেই রেজাল্টের প্রিন্টআউটও দেওয়া হত! তারপর দু’দিন পর ওয়েবসাইট থেকে সেই নাম হাওয়া হয়ে যেত। তাই পর্ষদের দুই ধরনের ওয়েবসাইট থাকার কারণেই এখন গুগলকে চিঠি দিয়ে তদন্ত করতে চাইছে সিবিআই। সেক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় বিরাট তথ্য হাতে আসতে পারে বলেই মনে করা হচ্ছে।