সন্দেশখালির ঘটনার পর সমগ্র রাজ্যবাসী আজ ঘৃণা ভরে দেখতে শুরু করেছে দীপাঞ্চলের বাঘ শেখ শাহজাহানকে (Sheikh Shahjahan)। সেই দ্বীপাঞ্চলের মানুষের সঙ্গে যে সমস্ত ঘটনা ঘটিয়েছে তা এখন যে কোনো দলের কাছেই লজ্জার। পার্থ চট্টোপাধ্যায় ও জ্যোতিপ্ৰিয় মল্লিকের পড়ে আরেক বড় মাপের নেতাকে দেখে জনগণ চিৎকার করে ওঠে ‘চোর চোর’ বলে ।
সূত্রের খবর, শেখ শাহজাহানকে যখন জোকা ইএসআই মেডিকেলে চেক আপ করে বের করা হয় তখন সেখানে উপস্থিত রোগীর পরিজনেরা ‘চোর’ স্লোগান তোলেন। শুধু স্লোগান তোলাই নয় তাঁর নিরাপত্তায় থাকা বাহিনীদের সন্দেশখালিতে পাঠানোর দাবি ওঠে। অনেকেই বলেন, শাহজাহানকে নিরাপত্তা না দিয়ে সন্দেশখালিতে যে সমস্ত বুথ রয়েছে সেখানে নিরাপত্তা জোরদার করা হোক। এরা যাতে বুথ দখল করতে না পারে সেই কারণে সেখানের নিরাপত্তা আরও বাড়ানো হোক। একজন তো চেঁচিয়ে বলে উঠলেন, এদের গুলি করে মেরে ফেলা হোক। এনকাউন্টার করা হোক। পুলিশ অবশ্য মুহূর্তে শাজাহানকে সরিয়ে নিয়েযায় সেই স্থান থেকে ।
রেশন দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ রয়েছে এই শাহজাহানের বিরুদ্ধে। একইসঙ্গে সন্দেশখালির সাধারণ মানুষের জমি-ভেড়ি জবর দখলেরও অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এদিন হাসপাতালেই ফের মুখ খুলতে দেখা যায় শাহজাহানকে। গত বুধবারও আদালতে পেশের আগের জোকা ইএসআই হাসপাতালে তাঁকে নিয়ে গিয়েছিল ইডি। সেখানেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে দেখা যায় তাঁকে। স্পষ্ট বলেছিলেন,“সব মিথ্যা রাজনৈতিক ষড়যন্ত্র হচ্ছে।” কিন্তু কারা করছে ষড়যন্ত্র? উত্তরে শাহজাহান বলেছিলেন ‘বুঝতেই পারছেন।’ শাজাহানের ইঙ্গিত বিজেপির দিকে। তার অবস্থা এখন অনেকটা ‘ভাঙবে তবু মচকাবেনা’র মতো।