বুধবার সন্ধ্যাতেই ফের বৈঠকের ইমেল পাঠালো নবান্ন

চতুর্থ দফা ও পঞ্চম দফা এখনও পূরণ হয়নি। সেই কারণে আজ বুধবার সকালেই মুখ্যসচিব মনোজ পন্থকে চিঠি লিখলেন জুনিয়র ডাক্তারেরা (junior doctor)। সেই চিঠিতে বলা হয়েছে, তাঁদের দাবির কয়েকটি জায়গা এখনও সমাধান হয়নি। তাই দাবি সমাধানের আশাতেই চিঠি লেখা হয়েছে৷ রাজ্য সরকারের তরফে সদার্থক উত্তর পাওয়ার আশায় রয়েছেন জুনিয়ার চিকিৎসকেরা৷ এরপরই পাল্টা ইমেলে জবাব দিল নবান্ন৷

Advertisements

আজ সন্ধ্যে ৬ টায় নবান্ন সভাঘরে ৩০ জন আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী৷

Advertisements

এই সংবাদটি সবেমাত্র এসেছে এবং আপনি এটি kolkata24x7.in এ পড়ছেন। যেমন তথ্য প্রাপ্ত হচ্ছে, আমরা এটি আপডেট করছি। আরও ভাল অভিজ্ঞতার জন্য আপনি এই সংবাদটি রিফ্রেশ করুন, যাতে আপনি অবিলম্বে সমস্ত আপডেটগুলি পেতে পারেন। আমাদের সাথে থাকুন এবং প্রতিটি সঠিক সংবাদ পান প্রথমে কেবল kolkata24x7.in এ।