Egra Blast: তৃণমূল প্রতিনিধিরা শুনেছিলেন ‘চোর চোর’ ধ্বনি, এগরা যাচ্ছেন মমতা

A photograph of Mamata Banerjee, Chief Minister of West Bengal, India

এগরার খাদিকুল গ্রামে প্রবল বিস্ফোরণের (Egra Blast) জেরে পরপর মৃত্যুর পর পরিস্থিতি তীব্র উত্তেজনাময়। বাজি তৈরির আড়ালে বোমা বানানো হচ্ছিল বলে এলাকাবাসীর অভিযোগ। বেআইনি কারখানার মালিক ভানু বিস্ফোরণের পর পালিয়ে ওড়িশায় গিয়ে মারা যায়। খাদিকুলবাসীর দাবি, ও তৃ়ণমূল নেতা ছিল। বৃহস্পতিবার সেখানেই যাবেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) মমতা বন্দ্যোপাধ্যায়।

এর আগে খাদিকুল গ্রামে তৃণমূল প্রতিনিধিদের দেখে চোর চোর ধ্বনি দিয়েছিলেন এলাকাবাসী। বিক্ষোভের মুখে মানস ভুঁইয়ার নেতৃত্ব যাওয়া প্রতিনিধিরা কোনওরকমে সরে আসেন। এবার মুখ্যমন্ত্রীর সফরে কি এলাকাবাসীর ক্ষোভ বজায় থাকবে? এমনই প্রশ্ন উঠছে।

   

বৃহস্পতিবারই এগরার খাদিকুলে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হেলিকপ্টারে সেখানে যাবেন মমতা। নিহতদের পরিজনদের সঙ্গে দেখা করবেন তিনি।

পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে খবর খাদিকুল থেকে দেড় কিলোমিটার দূরে আলিপুর গ্রামে অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হবে।

এগরার বিস্ফোরণ ঘটনার পর ডায়মন্ডহারবার, মালদা, দিনহাটা, দুবরাজপুর, ভাঙড়ে একের পর এক বিস্ফোরণ ঘটেছে। প্রতিক্ষেত্রে অভিযোগ, বাজির কারখানাগুলিতে বোমা বানানোর কাজ চলছে। বোমা বানাতে গিয়ে হচ্ছে বিস্ফোরণ। মুখ্যমন্ত্রীর নির্দেশে বেআইনি বাজি উদ্ধার চলছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন