Mamata Banerjee: সরাসরি রাজনীতি করার অভিযোগ, ভারত সেবাশ্রম সংঘের মহারাজ-রামকৃষ্ণ মিশনকে তোপ মমতার!

   আরামবাগের গোঘাটের নির্বাচনী সভা (Mamata Banerjee) থেকে বড় অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নিশানায় এবার ভারত সেবাস্রম সংঘের মহারাজদের একাংশ ও আসানসোলে রামকৃষ্ণ…

mamata banerjee rings death bell of bjp in north kolkata lok sabha campaign
  

আরামবাগের গোঘাটের নির্বাচনী সভা (Mamata Banerjee) থেকে বড় অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নিশানায় এবার ভারত সেবাস্রম সংঘের মহারাজদের একাংশ ও আসানসোলে রামকৃষ্ণ মিশন।

ভারত সেবাশ্রম সংঘের মহারাজ নিয়ে মমতার অভিযোগ-

   

নির্বাচনী জনসভায় শনিবার তৃণমূল নেত্রী বলেন, ‘কেউ-কেউ করে না। সব সাধু তো সমান হয় না। সব স্বজন সমান হয় না। আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান? না। এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন। আমি শুনেছি অনেকদিন ধরে- কার্তিক মহারাজ। ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার একটা শ্রদ্ধার তালিকায় তারা দীর্ঘদিন ধরে আছে। কিন্তু যে লোকটা বলে যে আমি তৃণমূল কংগ্রেসের এজেন্টকে বসতে দেব না, সেই লোকটাকে আমি সাধু মনে করি না। তার কারণ তিনি ডিরেক্ট পলিটিক্স করে দেশটার সর্বনাশ করছেন।’

মমতার নিশানায় আসানসোলের রামকৃষ্ণ মিশন-

এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বাম জমানার প্রসঙ্গ মনে করিয়ে দিয়ে বলেচেন যে, ‘আমি চিহ্নিত করেছি, কে কে করেছেন। আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে। আমি রামকৃষ্ণ মিশনকে কী হেল্প করিনি? সিপিআইএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল, আপনাদের অস্তিত্ব নিয়ে, স্বাধিকার নিয়ে তখন আমি পুরো সমর্থন করেছিলাম। মা-বোনেরা আসত। তরকারি কেটে দিত। সিপিএম কিন্তু আপনাদের কাজ পর্যন্ত করতে দিত না। কিন্তু আমি জানি কয়েকজন, সবাই তো নয়। আমি শুনলাম আসানসোলের একটি মিশন আছে।’

Lok Sabha Election: ভোটের আগে বিরাট ভাঙন! উত্তর কলকাতায় তৃণমূল ছাড়লেন কয়েক’শো কর্মী

মমতার সংযোজন, ‘আমিও জানি একটা, দুটো থাকবে। দিল্লি থেকে ওদের কাছে নির্দেশ আসে, বলে একে ভোট দিতে বলো। কিন্তু সাধু, সন্তরা কেন একাজ করবেন? ওদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। ওদের যারা দীক্ষা নেন, তাঁরা ওই হোয়াটস অ্যাপ গ্রুপে রয়েছেন। কিন্তু রামকৃষ্ণ মিশন তো ভোট দেয় না। তাহলে অন্যকে কেন ভোট দিতে বলবে?’

তবে সব ভারত সেবাশ্রম সংঘের শাখা বা রামকৃষ্ণ মিশন খারাপ বলে মনে করেন না মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, ‘কেউ কেউ ভায়োলেট করছে, সবাই নয়।’

কলকাতায় স্বামী বিবেকানন্দের বাড়ি উদ্ধার ও তার সংস্কার, সিস্টার নিবেদিতার বাড়ি সংস্কার, ইস্কনকে ৭০০ একর জমি দান তাঁর সরকার করেছে বলেও এ দিন স্মরণ করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Abhijit Gangopadhyay: বিপদ বাড়ল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের! বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনের কড়া পদক্ষেপ