Mumbai Alert: বাঁচকে রহেনা…বছর শেষে মুম্বই হামলার হুমকি

মুম্বইতে (Mumbai) বিস্ফোরণ হবে। ফের এলো হুমকি ফোন। ফলে বছর শেষে বাণিজ্য নগরী তথা মহারাষ্ট্রের রাজধানী শহরে জারি বিশেষ সতর্কতা। হুমকি ফোনের উৎস খুঁজছে মুম্বই…

মুম্বইতে (Mumbai) বিস্ফোরণ হবে। ফের এলো হুমকি ফোন। ফলে বছর শেষে বাণিজ্য নগরী তথা মহারাষ্ট্রের রাজধানী শহরে জারি বিশেষ সতর্কতা। হুমকি ফোনের উৎস খুঁজছে মুম্বই ক্রাইম বাঞ্চ।

আর মাত্র কয়েক ঘন্টা। গোটা দেশ মেতে উঠবে আনন্দে। ঠিক তার আগে মুম্বই পুলিশ কন্ট্রোল রুমে অজানা নম্বর থেকে এল হামলার হুমকি। শনিবার সন্ধ্যা ৬টা নাগাদ ফোনটি আসে জানানো হয়েছে। “মুম্বইয়ে বিস্ফোরণ ঘটবে” এটা বলেই ফোনটি কেটে দেয় বলে খবর।

পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ওই ফোন নম্বরটি নিয়ে তদন্ত শুরু হয়েছে। তবে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।পুলিশ ওই ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা করছে। এদিকে, নববর্ষ উদযাপনের কথা মাথায় রেখে মুম্বই পুলিশ শহর জুড়ে নিরাপত্তা জোরদার করেছে।

উল্লেখ্য, এর আগে মঙ্গলবার রিজার্ভ ব্যাঙ্কে বোমা হামলার হুমকি দেওয়া হয়। ইমেইলে বোমা হামলার হুমকি দেওয়া হয় রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার মুম্বই শাখার পাশাপাশি মুম্বইয়ের এইচডিএফসি এবং আইসিআইসিআই ব্যাঙ্ককে। পুলিশ জানিয়েছিল, ‘খিলাফত.ইন্ডিয়া’ নামে এক ইমেইল আইডি থেকে এই হুমকি ইমেইলগুলি করা হয়েছে। ইমেইলে বলা হয়েছে, “আমরা মুম্বইয়ের ১১টি ভিন্ন ভিন্ন জায়গায় বোমা রেখে দিয়েছি। বেসরকারি ব্যাঙ্কগুলির সঙ্গে মিলিতভাবে ভারতের ইতিহাসে সবথেকে বড় জালিয়াতি করেছে আরবিআই।”

ওই হুমকি ইমেইলে, আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের পদত্যাগ দাবি করা হয়েছিল।আরবিআই-এর গভর্নর ও অর্থমন্ত্রীকে প্রেস বিবৃতি দিয়ে এই জালিয়াতির বিষয়ে সবটা জানিয়ে, ইস্তফা দিতে বলা হয়। এছাড়া দাবি করা হয়, এই দুজনকে এবং এর সঙ্গে আরও যারা যারা জড়িত, তাদের সকলকে শাস্তি দিতে হবে কেন্দ্রীয় সরকারকে।