দুর্নীতির বিষয়ে মুখ্যমন্ত্রী সব জানেন: অধীর

একের পর এক দুর্নীতি তদন্তে জেরবার তৃণমূল কংগ্রেস সরকার। কয়লা ও গোরু পাচার, এসসসি দুর্নীতিতে সিবিআই জেরা, কলেজ সার্ভিস, মাদ্রাসা শিক্ষক নিয়োগে আসছে দুর্নীতির অভিযোগ।…

Chief Minister Mamata Banerjee knows everything about corruption: Adhir Chowdhury

একের পর এক দুর্নীতি তদন্তে জেরবার তৃণমূল কংগ্রেস সরকার। কয়লা ও গোরু পাচার, এসসসি দুর্নীতিতে সিবিআই জেরা, কলেজ সার্ভিস, মাদ্রাসা শিক্ষক নিয়োগে আসছে দুর্নীতির অভিযোগ। এই প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর (Adhir Chowdhury) কটাক্ষ, দুর্নীতিতে মুখ্যমন্ত্রী নিজেকে ধোয়া তুলসি পাতা প্রমাণ করার চেষ্টা করেন।

কয়লা পাচারের তদন্তে শুক্রবার তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত মোল্লাকে তলব করেছিল সিবিআই। ডাকা হয়েছিল অনুব্রত মণ্ডলকে। দুজনই এদিন হাজিরা এড়িয়েছেন।

   

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এদিন অনুব্রত সম্পর্কে বলেন, চালাকি করে দিদির পরামর্শে এড়িয়ে যাচ্ছেন। দিদি বুদ্ধি দিচ্ছেন, আমার হাসপাতাল খোলা আছে। চলে এস, এখানে থাক। খাওদাও, মস্তি করো। গোরু পাচার কাণ্ডে আর কৈফিয়ৎ তলবে যেতে হবে না। গোটা সরকার জড়িত, এটা স্পষ্ট।

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি তোপ দেগেছেন অধীর। তিনি বলেন মুখ্যমন্ত্রী সব কিছু জানেন। আপনার সজ্ঞানে সব কিছু হয়েছে। যত দুর্নীতি সব আপনার সজ্ঞানে হয়েছে। আপনি ধোয়া তুলসি পাতা হওয়ার চেষ্টা করলেও কিন্তু হবে না। কারণ, আপনার যাঁরা সবথেকে কাছের লোক, তাঁরা একের পর এক দুর্নীতির জালে ফাঁসছেন।

ইতিমধ্যেই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই জেরার মুখোমুখি হতে হয়েছেন তৃণমূল কংগ্রেস মহাসচিবপার্থ চট্টোপাধ্যায়। তিনি প্রাক্তন শিক্ষা মন্ত্রী। জেরা হয়েছে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর।