চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতার, সরকারের এ সব খরচে সাফ ‘না’

একশো দিনের কাজ, আবাস যোজনা সহ একাধিক প্রকল্পের (Mamata Banerjee) টাকা দিচ্ছে না কেন্দ্র! বাধ্য হয়ে গরিব মানুষদের প্রাপ্য টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। আর এর…

একশো দিনের কাজ, আবাস যোজনা সহ একাধিক প্রকল্পের (Mamata Banerjee) টাকা দিচ্ছে না কেন্দ্র! বাধ্য হয়ে গরিব মানুষদের প্রাপ্য টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। আর এর জেরেই রাজ্যের কোষাগারের ওপর চাপ পড়ছে। এই পরিস্থিতিতে খরচে রাশ টানার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার এ নিয়ে প্রশাসনিক বৈঠকও ডাকেন তিনি।

সেই বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দেন, বিদ্যুতের অপচয় যাতে না হয়, সেই দিকে কড়া নজর দিতে হবে। সংশ্লিষ্ট আধিকারিকদের এই বিষয়ে আরও সতর্ক হওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। জেলাশাসক থেকে শুরু করে সচিব পর্যায়ের আধিকারিক দ্রুত এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

   

এদিন প্রশাসনিক বৈঠকে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, স্কুল, সরকারি অফিসে বিদ্যুতের অপচয় হচ্ছে। এইরকম অভিযোগ আমার কাছে আসছে। অকারণে বিদ্যুতের অপচয় বন্ধ করতে হবে। এতে সরকারেরও খরচ বাড়ছে। এগুলো আপনারা কেন নজর দেন না?

রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর! বেতনের আগেই স্যালারি অ্যাকাউন্টে ঢুকছে বাড়তি টাকা

রাজ্যের নানা প্রান্ত থেকে সরকারি জমি দখলের অভিযোগ সামনে এসেছে। এই প্রসঙ্গে রীতিমতো হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, সরকারি জমি দখল আমি কোনওভাবেই মানবো না। কোথায় কত জমি আছে, আমার সোমবারের মধ্যে রিপোর্ট চাই। জেলাশাসক, সচিবদের উপস্থিতিতে কার্যত ডেডলাইন বেঁধে দেন মুখ্যমন্ত্রী।

একই সঙ্গে রাজ্যের বিভিন্ন উন্নয়ন পর্ষদের সদস্যরাও এদিন মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে পড়েন। হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি, দিঘা-শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি, শিলিগুড়ি-জলপাইগুড়ি ডেভেলপমেন্ট বোর্ডের সদস্যদের নিয়ে ক্ষোভ উগড়ে দেন তিনি। মমতা বলেন, অনেকেই এমনি বোর্ডের সদস্য হয়ে বসে আছেন। এইগুলো এবার দেখতে হবে।

সিপিএমের ‘দয়ায়’ বাংলায় ১২ আসন জিতেছে তৃণমূল, বিস্ফোরক শুভেন্দু