Coochbehar: ঘুম ভেঙে সবাই দেখলেন মামা হাজির, শীতের সকালে চিতার হানা

কোচবিহার (Coochbehar) কলাবাগানে আজকে সকাল সকাল দেখা গেছে এক বিশাল আকৃতির চিতাবাঘ।

চিতা বাঘের আতঙ্ক কোচবিহার কলাবাগান স্কুল সংলগ্ন এলাকায়। পুলিশ এবং বন বিভাগ ঘটনাস্থলে পৌঁছে । এলাকায় ১৪৪ ধারা জারি আছে। কেউ অযথা আতঙ্কিত হবেন না। সাবধান থাকুন। বলছে প্রশাসন।

   

বিশাল পুলিশবাহিনী সাথে বনদফতরের লোকজন দ্রুত ঘটনাস্থলে আসে। এলাকায় ব্যাপক জনসমাগমে আরো বেশি ভয় পেয়ে যায় চিতা। 

লোকালয়ে ফের ঢুকে পড়েছে চিতাবাঘ। বৃহস্পতিবার বেলা গড়াতেই মিলেছে চিতাবাঘের ছবি। ছবিতে দেখা গিয়েছে, একটি বাড়ি ভিতর প্রবেশ করছে বিশাল আকারের চিতাবাঘ। পরে জানা গিয়েছে, কোচবিহারের ৩ নম্বর ওয়ার্ডের কলাবাগানের বাসিন্দা মনোজ সরকারের বাড়িতে চিতাবাঘের দেখা মিলেছে।

বাড়ির আশেপাশেও ছড়িয়ে যায় চিতাবাঘের খবর। ভিড় জমতে শুরু করে সরকার বাড়ির সামনে। তাড়া করা হয় চিতাবাঘটিকে। তাড়া খেয়ে শৌচাগারে ঢুকে পড়ে সেটি।

ততক্ষণে খবর দেওয়া হয়ে গিয়েছিল বনদফতরে। কর্মীর এসে জাল দিয়ে ঘিরে দেন বাড়ি। নিরাপত্তার কারণে এলাকায় জারি করা হয় ১৪৪ ধারা। চিতাবাঘটিকে ট্র্যাঙ্কুলাইজ করার চেষ্টা । রাখা হয়েছে খাঁচা।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন