HomeWest BengalPaschim Medinipur: আকাশ থেকে পড়ল যুদ্ধ বিমানের ট্যাঙ্কার, গোয়ালতোড় সরগরম

Paschim Medinipur: আকাশ থেকে পড়ল যুদ্ধ বিমানের ট্যাঙ্কার, গোয়ালতোড় সরগরম

- Advertisement -

গোয়ালতোড়েপ ধামচা জঙ্গলে যুদ্ধ বিমানের একাংশ ভেঙে পড়েছে। ঘটনাস্থলে পুলিশ। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার জানিয়েছেন, ওই বস্তুটি মিগ ২৯ যুদ্ধ বিমানের অতিরিক্ত জ্বালানি ট্যাুঙ্ক। কলাইকুণ্ডা বিমানঘাঁটির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এয়ারফোর্স ওই ট্যা ঙ্কারটি নিয়ে যাবে। গোয়ালতোড় থানার পুলিশ এলাকা ঘিরে রেখেছে।

সোমবার বিকেল তিনটা নাগাদ গোয়ালতোড়ের সিয়ারবনি জঙ্গলে বিরাট এক যন্ত্রাংশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে চলে আসে পুলিশ।

   

জানা যায় কলাইকুন্ডায় বায়ু সেনার মহড়া চলছিল। তখনই কোনও এক বিমান থেকে তেলের ট্যাংকার পড়়ে যায়।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular