Kerala: জালিয়াতি করে জয়ী নেতা! SFI এর ‘কেচ্ছা’ দেখে হাসছে টিএমসি

সিপিআইএম (CPIM) ক্ষমতায় আছে (Kerala) কেরলে। সে রাজ্যে তিরুঅনন্তপুরমের কাট্টাকারা খ্রিষ্টান কলেজের ছাত্র সংসদ নির্বাচনে জয়ী প্রার্থীর নাম কেটে জালিয়াতি করার অভিযোগ প্রমাণিত হল দলটির…

সিপিআইএম (CPIM) ক্ষমতায় আছে (Kerala) কেরলে। সে রাজ্যে তিরুঅনন্তপুরমের কাট্টাকারা খ্রিষ্টান কলেজের ছাত্র সংসদ নির্বাচনে জয়ী প্রার্থীর নাম কেটে জালিয়াতি করার অভিযোগ প্রমাণিত হল দলটির ছাত্র সংগঠন SFI এর বিরুদ্ধে। নির্বাচনী জালিয়াতির অভিযোগ সামনে আসার পরে অভিযুক্ত নেতাকে বরখাস্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

চরম অস্বস্তিতে পড়েছে সিপিআইএম। তারা এ রাজ্যে পরপর দুবার জয়ী। চলছে এলডিএফ সরকার। সুদূর কেরল থেকে খবরটি পশ্চিমবঙ্গে আসার পর টিএমসির কটাক্ষ চলছে। আর কেরলেও বিরোধী দল কংগ্রেস সরব।

এই বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ইউনিয়ন চ্যান্সেলার পদে যারা জয়ী হয়েছিলেন তাদের নাম কেটে এ বিশাখ নামে এক SFI নেতার নাম অন্তর্ভুক্ত করা হয়। বিষয়টি নিয়ে সরব হয় বিরোধী দল কংগ্রেস।

জানা গিয়েছে ২০২২ সালের ১২ ডিসেম্বর ভোট হয়েছিল। এসএফআই থেকে জয়ী হয়েছিলেন আরোমাল ও আনাখা দুজনে। এর পর জয়ী আনাখার নামের জায়গায় নাম রাখা হয়েছিল বিশাখের নাম।

কলেজের প্রিন্সিপাল জিজে সাইজু জানান, আনাখা নামে যে ছাত্রী জয়ী হয়েছিলেন তিনি পদত্যাগ করতে চান। তার জায়গায় বিশাখের নাম রাখা হয়। পুনরায় ভোট না করিয়ে এভাবে নাম পাল্টানোর বিষয়টি নিয়ে সরব হয় কংগ্রেসের ছাত্র সংগঠন।