গোরু চুরির অভিযোগকে কেন্দ্র করে রণক্ষেত্র নদিয়ার ধানতলায় নিহত এক কিশোর। তার বয়স ১৫ বছর।
Advertisements
অভিযুক্তদের মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পুলিশের সঙ্গে গ্রামবাসীদের সংঘর্ষ হয়। দুই পুলিশ কর্মী আক্রান্ত হয়েছেন।
বিজ্ঞাপন
ধানতলা থানার কুলগাছি গ্রামের ঘটনা। আহতদের রানাঘাট হাসপাতাল ভর্তি করা হয়েছে।
গ্রামবাসীদের অভিযোগ পুলিশ ইচ্ছে করে গাড়ি চাপা দিয়ে মেরেছে। তিন গ্রামবাসীর উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছে পুলিশ।
গ্রামবাসীদের দাবি, গাড়ির ধাক্কায় এক কিশোরের মৃত্যু হয়েছে। মৃতের নাম আকাশ রায়। আরও দুই গ্রামবাসী গুরুতর জখম।
গণপিটুনি নাকি পুলিশের গাড়ির ধাক্কায় নিহত ওই কিশোর তা নিয়ে প্রশ্ন উঠছে।