Malda: গণধর্ষণের পর অ্যাসিড দিয়ে পোড়ানো হয় মহিলার মুখ, তদন্তে পুলিশ

Delhi Student Arrested for Sending Bomb Threat Emails to Schools

দুর্গা পুজোর আগেই মর্মান্তিক ঘটনা মালদায়। মুখ পোড়া মহিলার দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। গণধর্ষণ করে খুন করা হয়েছে এমনই অনুমান গ্রামবাসীদের। হরিশ্চন্দ্রপুরের এই ঘটনায় রীতিমত শিহরিত সাধারণ মানুষ। ধানক্ষেতে থেকে উদ্ধার মহিলার দেহ।

Advertisements

এসিড এবং লঙ্কার গুঁড়ো দিয়ে মুখ পুড়িয়ে দেওয়া হয়েছে। সারা শরীরে রয়েছে চাকু চালানোর দাগ তবে এখনো পর্যন্ত জানা যায়নি মহিলার পরিচয়। মহিলার বয়স আনুমানিক ৩৫ বছর।

ঘটনাস্থলে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অ্যাসিড, ছুরি সঙ্গে সহবাসের সমগ্রি। খবর পেয়ে মালদার হরিশ্চন্দ্রপুরের বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Advertisements

দেবিপক্ষের আগমনের মুহূর্তেই মহিলার সঙ্গে এমন ঘৃণ্য কাজ। যার ফলে শিহরিত হয়েছে গোটা বাংলার মানুষ। এক দিক থেকে মায়ের বোধন অন্যদিকে নারীর বধ। যা সত্যি সমালোচনার যোগ্য। তবে এই গোটা ঘটনাস্থলে তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।