Joynagar: তৃণমূল নেতার খুনের বদলে গণপিটুনিতে মৃত্যু, বাম সমর্থকদের বাড়ি ভাঙচুর

দাউ দাউ করে জ্বলছিল আগুন চার ঘন্টা পর পৌঁছালো দমকল কর্মীরা। মৃত তৃণমূল নেতার বাবা সকালে অভিযোগ করেছিলেন সিপিএম এই ঘটনার পিছনে দায়ী। আগে থেকেই…

Joynagar: তৃণমূল নেতার খুনের বদলে গণপিটুনিতে মৃত্যু, বাম সমর্থকদের বাড়ি ভাঙচুর

দাউ দাউ করে জ্বলছিল আগুন চার ঘন্টা পর পৌঁছালো দমকল কর্মীরা। মৃত তৃণমূল নেতার বাবা সকালে অভিযোগ করেছিলেন সিপিএম এই ঘটনার পিছনে দায়ী। আগে থেকেই তারা সিপিএম করতেন তাই তাদের উপর আক্রোশ। হাওয়ায় আগুন ছড়াতে শুরু করেছে। দেখা যাচ্ছে আগুনের লেলিহান শিখা। ঘরের ভেতর সবকিছুই ধ্বংস করে দেওয়া হয়েছে করা হয়েছে ভাঙচুর। গ্রামের বাসিন্দাদের বক্তব্য যারা এখানে সিপিএম করে সিপিএম সমর্থক তাদের বাড়িতেই ভাঙচুর করা হচ্ছে জ্বালানো হচ্ছে বাড়ি। ভস্মীভূত হয়ে যাওয়া বাড়ির এক মহিলা সাইফুদ্দিন লস্কর সম্বন্ধে বলতে গিয়ে বলেছেন, উনি ভালো ছিলেন খুব একটা খারাপ তিনি ছিলেন না। বাড়ি ছেড়ে চলে গেছেন পুরুষ সদস্যরা। দোকান বাড়ি সবই জ্বালিয়ে দিয়ে গেছে ওরা।

দুষ্কৃতীরা অত্যন্ত পারদর্শী ছিলেন বলে জানা যাচ্ছে। তৃণমূল নেতার সাথে এলাকার সৎ ভাবই ছিল, তবে এরম ঘটনা কেন তাই নিয়ে উঠছে প্রশ্ন। এক দু বছর আগে ওই তৃণমূল নেতার নামে চক্রান্ত করা হয়েছিল বলে মৃত নেতার বাবা জানিয়েছেন। পর থেকেই তার অনুগামীরা ও পরিবার বলছিল পুলিশ নিরাপত্তার মধ্যে থাকতে কিন্তু তিনি তা মান্যতা দেননি। তুমি এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে তিনি কোন পুলিশ নিরাপত্তা নেননি।

Advertisements

এই এলাকা কে অপরাধীদের মুক্তাঞ্চল বলা হচ্ছে। এই এলাকায় অপরাধের পরিমাণটাও বেশি। পুরনো রাগ রাজনৈতিক শত্রুতা এসবই খোঁজ করছে পুলিশ।