Election: পৌর নির্বাচনে অশান্তি রুখতে প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী

পৌর নির্বাচনে অশান্তির আশঙ্কা করছে বিরোধী দল বিজেপি, বামফ্রন্ট ও কংগ্রেস। যাবতীয় অভিযোগের কেন্দ্রে শাসক দল তৃণমূল কংগ্রেস। পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী প্রয়োগের নির্দেশ দিল হাইকোর্ট।

এছাড়াও নির্দেশিকায় বলা হয়েছে,

   

১) প্রতিটি পৌরসভা কে পর্যবেক্ষণ করতে হবে। সে ক্ষেত্রে স্বরাষ্ট্র সচিব এবং ডিজির সহযোগিতা নিতে হবে। 

২) ১০৮টি পৌরসভায় প্রতিটিতে পর্যবেক্ষণ করে দেখতে হবে কোনোটাতে নির্বাচন করতে গেলে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন কিনা। যদি কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। ২৪ঘন্টার মধ্যে এই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। শান্তি শৃঙ্খলা ভাবে নির্বাচন করতে হবে। কোন অশান্তি হলে সম্পূর্ণভাবে দায়ী থাকবে নির্বাচন কমিশন।

৩) পর্যবেক্ষক হিসেবে নিরপেক্ষ আইএএস অফিসার নিয়োগ করতে হবে।

৪) নির্বাচনের প্রতিটি ফুটেজ এবং রেজিস্টার সংরক্ষণ করে রাখতে হবে।

৫) রাজ্য সরকারের দুয়ারে সরকার এবং পাড়ায় সমাধান এই দুটি প্রকল্প নির্বাচনী বিধি মেনে চলছে কিনা তা দেখতে হবে নির্বাচন কমিশনকে। কোথাও বিধি ভঙ্গ হলে অবিলম্বে তা বন্ধ করতে হবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন