CBI: সিবিআই-কে ট্রাফিক পুলিশের সঙ্গে তুলনা রাজ্যের মন্ত্রীর!

CBI

সিবিআইকে (CBI) এখন আর কেউ ভয় পায় না। এখন সিবিআই-এর কোনও অস্তিত্ব নেই। আজ এমনই দাবি করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। বুধবার সন্দেশখালির সমস্ত মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই নিয়ে প্রশ্ন করা হলে এদিন ফিরহাদ জানান, জুজুর ভয় মানুষ একবার পায়, দু’বার পায়, তিনবার পায়। কিন্তু বারবার মানুষ ভয় পায় না। আর এখন সিবিআই-কে বিজেপি যা তৈরি করে দিয়েছে তাই কেউ আর মানছে না। ট্রাফিক পুলিশকে যেমন মানুষ ভয় পায় না, তেমনই সিবিআইকেও মানুষ আর ভয় পায় না।

পাশাপাশি মন্ত্রীর আরও দাবি, কেউ অন্যায় করলে তার বিচার অবশ্যই হবে। কিন্তু ইদানিং তৃণমূল কংগ্রেসের গায়ে একটা ধাপ্পা লাগিয়ে দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু সবাই তো দোষী নন। দোষ করলে অবশ্যই শাস্তি পাবে। তবে ফিরহাদের এই মন্তব্যের প্রেক্ষিতে কটাক্ষ করতে দেরি করেনি বিজেপি। বিজেপির রাজ্যসভার সাংসদ তথা মুখপাত্র শমীক ভট্টাচার্যের মতে, দলের ভিতরে ও বাইরে উনি যথেষ্ট চাপে রয়েছেন। তাই উনি এ ধরণের মন্তব্য করে ফেলছেন। তবে ভবিষ্যতে তৃণমূলের কোনও নেতার বাড়িতে সিবিআই গেলেও যেন উনি এটাই বলেন সিবিআই ট্রাফিক পুলিশের মতই, তাহলেই বুঝব।

   

বিরোধীদের রুখতে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে অন্যায়ভাবে কাজে লাগাচ্ছে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার। এই অভিযোগ বারবার ওঠে তৃণমূল-সহ অন্যান্য রাজনৈতিক দলগুলির থেকে। তবে এবার সরাসরি কেন্দ্রীয় এজেন্সিকে তোপ দেগে বসলেন ফিরহাদ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন