বীরভূমের (Birbhum) বোলপুরের ভোলে ব্যোম রাইস মিলের পর আরো এক রাইস মিলে হানা দিল CBI টিম। শিবশম্ভু রাইস মিলে হানা দিয়েছে সিবিআই-এর দল।
এদিকে এই রাইস মিলটি কার তা জানতে চায় সিবিআই। এটিরও কি মালিক অনুব্রত মণ্ডল? উঠছে একাধিক প্রশ্ন। ইতিমধ্যে রাইস মিলের আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই-এর তদন্তকারী অফিসাররা।
জানা গিয়েছে,
বোলপুরে জামবনি যাওয়ার রাস্তায় ভুবনডাঙা সুকান্তপল্লি এলাকায় প্রায় ১০-১২ বিঘা জায়গার উপর রয়েছে ‘শিবশম্ভু’ চালকলটি। সেখানে অনুব্রত ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির যাতায়ত ছিল বলে অনুমান সিবিআইয়ের। সমস্ত কর্মচারিদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআই।
সিবিআই আধিকারিকরা প্রথম থেকে মনে করেছিল, নামে বেনামে একাধিক সম্পত্তি রয়েছে অনুব্রত মণ্ডলের। তাই সোমবার সকাল থেকেই অভিযান চালাতে শুরু করে সিবিআই আধিকারিকরা। বোলপুরের এই রাইস মিলের দরজায় লেখা রয়েছে, ‘কেয়ার অব জে বি পাল অ্যান্ড ডি ডি পাল রাইস মিল’। অথচ বীরভূম রাইস মিল অ্যাসোসিয়েশনের নথি অনুযায়ী রাইস মিলের মালিক অনুব্রত মণ্ডলের ভগ্নীপতি কান্তি ঘোষ।
সিবিআই সূত্রে খবর, বীরভূম তৃণমূলের সভাপতি অনুব্রত মন্ডলের বিপুল সম্পত্তি রয়েছে। এছাড়া নামে বেনামে কলকাতায় বিপুল সম্পত্তি রয়েছে কেষ্টর।
শুধু তাই নয়, ২০১৫ সালের পর থেকে অনুব্রত মণ্ডল ও তাঁর পরিবারের আয় ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। চালকল, স্টোন ক্র্যাশার, জমি, বাড়ি, হোটেল সহ একাধিক সম্পত্তি কেনা হয়েছে এ কয়েক বছরে। ২০১৫ থেকে ২০১৮ সালের মধ্যে গরু পাচারের টাকার কমিশনে এই বিপুল সম্পত্তি কিনেছেন অনুব্রত বলে দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।