১ জুন ভোট, তার আগেই ‘দাপুটে’ তৃণমূল বিধায়ককে তলব করল সিবিআই

১ জুন সপ্তম দফার লোকসভা নির্বাচন। আর তার আগেই ‘দাপুটে’ তৃণমূল বিধায়ককে তলব করল সিবিআই (CBI)। কয়লা কাণ্ডে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে আজ,…

leader-of-opposition-suvendu-adhikari-leaks-sensational-information-about-chief-minister-mamata-banerjee

১ জুন সপ্তম দফার লোকসভা নির্বাচন। আর তার আগেই ‘দাপুটে’ তৃণমূল বিধায়ককে তলব করল সিবিআই (CBI)। কয়লা কাণ্ডে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে আজ, বুধবার ডেকে পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে শওকত সিবিআইকে জানিয়ে দিয়েছেন, ভোটের কাজে ব্যস্ত থাকার জন্যে তিনি এই মুহূর্তে হাজিরা দিতে পারছেন না।

Advertisements

দক্ষিণ পরগনা জেলার লোকসভাগুলির জিততে এবার তৃণমূলের বড় ভরসা ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। এদিন দুপুরে বারুইপুরের একটি জনসভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চে উপস্থিত ছিলেন শওকত। যদিও সিবিআই তলব নিয়ে ক্যামেরার সামনে মুখ খোলেননি শাসকদলের দাপুটে বিধায়ক।

   

কয়লা কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য এর আগেও শওকতকে ডেকে পাঠিয়েছিল সিবিআই। এবার হাজিরা এড়ালেও পরে সিবিআই এর ডাকে নিজাম প্যালেসে হাজিরা দিয়েছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক। কয়লা কাণ্ডে তৃণমূলের বেশ কয়েকজন হেভিওয়েট নেতাকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। সেই সূত্রেই তদন্তকারীদের স্ক্যানারে আসেন শওকত।

কোন রাজ্যে কত আসন পাবে বিজেপি? জানিয়ে দিলেন অমিত শাহ

তদন্তকারীরা জানতে পেরেছেন, আসানসোলের কয়লা খনি থেকে অবৈধ ভাবে তোলা কয়লা পৌঁছে যেত দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন ইট ভাটায়। সেই চক্রের সঙ্গে শওকতের যোগ আছে কি না, সেটাই খতিয়ে দেখতে চায় সিবিআই। যদিও আগেই এই অভিযোগ অস্বীকার করেছেন ‘দাপুটে’ তৃণমূল বিধায়ক।

তৃণমূলে কদর জোটেনি, সেই তাপসই আজ মোদীর পাশে! কলকাতায় প্রধানমন্ত্রীর রোড-শো জমজমাট