ফের বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীকে তলব সিবিআইয়ের

CBI raids house of former chief minister Lalu Prasad Yadav in recruitment corruption case

বর্ধমান সনমার্গ ওয়েলফেয়ার কেলেঙ্কারির মামলায় মঙ্গলবার বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীকে তলব করেছিল সিবিআই (CBI)। সেইসঙ্গে চাওয়া হয়েছিল একাধিক নথি৷ কিন্তু হাজিরা এড়িয়ে যান বিধায়ক৷ উপস্থিত হন তাঁর আইনজীবী৷ বুধবার ফের তলব করা হল তৃণমূল কংগ্রেস বিধায়ককে। হাজিরা দেবেন বিধায়ক?

মঙ্গলবার সিবিআই দফতরে উপস্থিত হন সুবোধ অধিকারীর আইনজীবী। তিনি জানান, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে যে সমস্ত নথি চাওয়া হয়েছে তা জমা করতে ১৫ দিনের সময় লাগবে৷ কিন্তু সিবিআই তৃণমূল বিধায়ককে সময় দিতে নারাজ৷ তাই বুধবার ফের সকাল ১০ টায় হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে।

   

বর্ধমান সনমার্গ ওয়েলফেয়ার মামলায় বিপুল কালো টাকা উদ্ধারের পর সিবিআইয়ের হেফাজতে হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানি। এই রাজু ঘনিষ্ঠ বিধায়ক সুবোধ অধিকারী এবং তাঁর ঘনিষ্ঠদের একাধিক ঠিকানায় তল্লাশি চালায় সিবিআই।

সিবিআই সূত্রে খবর, এর আগে সুবোধ অধিকারীর আপ্ত সহায়ক এবং বডিগার্ডদের সিজিও কমপ্লেক্সে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়। সেখান থেকে বেশ কিছু সিবিআই আধিকারিকদের হাতে এসেছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন