Birbhum: সিবিআই তল্লাশি, চাল ব্যবসায়ীর মা়ধ্যমে বিপুল কালো টাকার লেনদেন অনুব্রতর

গোরু পাচারকাণ্ডে গোটা বীরভূমজুড়ে (Birbhum) চিরুনি তল্লাশি চালাচ্ছে CBI টিম। ইতিমধ্যে সিবিআই হেফাজতে রয়েছেন বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। এদিকে গরু পাচার…

anubrata

গোরু পাচারকাণ্ডে গোটা বীরভূমজুড়ে (Birbhum) চিরুনি তল্লাশি চালাচ্ছে CBI টিম। ইতিমধ্যে সিবিআই হেফাজতে রয়েছেন বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। এদিকে গরু পাচার মামলায় তথ্য পেতে মরিয়া সিবিআই। একাধিক রাইস মিলের পর এবার সিবিআই-এর র‍্যাডারে আরও এক রাইস মিলের মালিক। তাঁর নাম রাজীব ভট্টাচার্য।

কেন সিবিআই-এর নজরে রাজীব? সিবিআই সূত্রে খবর, অনুব্রত ঘনিষ্ঠ এই ব্যবসায়ীর ব্যাঙ্ক ৬৬ লক্ষ টাকার লেনদেন হয়েছিল। গোরু পাচারকাণ্ডের তদন্তে নেমে সিবিআই অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠদের মাধ্যমে বিপুল অঙ্কের টাকা লেনদেন হয়েছে। জানা যাচ্ছে, শুরু থেকে টিম অনুব্রতর মধ্যে বিশেষ নজরে ছিলেন রাজীব। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কীভাবে টাকা লেনদেন হয়েছিল? সেটাই জানার চেষ্টা করছে সিবিআই।

   

সিবিআই গোপন সূত্র মারফত জানতে পেরেছে, অনুব্রত মণ্ডলের স্ত্রীর চিকিৎসা চলাকালীন টাকা পাঠান ওই ব্যবসায়ী। নিউটাউনের হাসপাতালে ৬৬ লক্ষ টাকা পাঠান ওই ব্যবসায়ী। সুত্রের খবর, বোলপুরে গিয়ে ইতিমধ্যে ওই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআই-এর টিম।