HomeWest BengalCBI Raid: কেন্দ্রীয় বাহিনী নিয়ে শাহজাহান ঘনিষ্ঠ শঙ্করের বাড়িতে সিবিআই হানা

CBI Raid: কেন্দ্রীয় বাহিনী নিয়ে শাহজাহান ঘনিষ্ঠ শঙ্করের বাড়িতে সিবিআই হানা

- Advertisement -

ফের সিবিআই হানা। সোমবার সকালে বনগাঁয় শঙ্কর আঢ্যর বাড়ির এলাকায় বিশাল কেন্দ্রীয় বাহিনী, ফরেন্সিক দল নিয়ে বনগাঁয় পৌঁছান সিবিআইয়ের আধিকারিকরা। রেশন ‘দুর্নীতিকাণ্ডে ধৃত শঙ্কড়ের বাড়িতে ইডির উপর হামলার ঘটনাই তদন্ত করতে গিয়েছে সিবিআইয়ের আধিকারিকরা। শঙ্কর আঢ্য বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি শুঙ্করের বাড়িতে তল্লাশি চালায় ইডি। সে দিনই রাতে শঙ্করতে গ্রেফতার করে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার সময় বাধার মুখে পরে কেন্দ্রীয় সংস্থা। শঙ্করের অনুগামীরা বিক্ষোভ দেখাতে থাকেন, ইডির গাড়িতে ইট ছোড়া হয় বলেও অভিযোগ। তবে সন্দেশখালির মতো ঘটনা ঘটেনি। সেখানে যেমন আক্রমণের মুখে পড়তে হয় ইডিকে, বনগাঁয় তা হয়নি।

   

কলকাতা হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্ত করছে সিবিআয়। এর আগেও শঙ্করের বাড়ির এলাকায় যায়, তবে বাড়ির ভিতর ঢোকেনি। আজ সোমবার শঙ্করের বাড়িতে ঢুকেও তল্লাশি চালানো হচ্ছে বলে জানা যাচ্ছে (প্রতিবেদন লেখার সময়)। সিবিআই খতিয়ে দেখছে সেদিন রাতে কারা ছিলেন, কারা বাধা দিয়েছিল ইডিকে। এছাড়া সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। জানা যাচ্ছে হচ্ছে। শঙ্করের স্ত্রী জ্যোৎস্না আঢ্য়ের সঙ্গেও কথা বলেন সিবিআই আধিকারিকেরা।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular