CBI: আরও সম্পত্তির হদিশ পেতে জেলবন্দি অনুব্রতকে জেরা

গোরু পাচার মামলায় গ্রেফতার বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই৷ এখন আসানসোলের সংশোধনাগার তার ঠিকানা। সিবিআই সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের বেনামি সম্পত্তির…

anubrata_jial

গোরু পাচার মামলায় গ্রেফতার বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই৷ এখন আসানসোলের সংশোধনাগার তার ঠিকানা। সিবিআই সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের বেনামি সম্পত্তির দিকে শুরু থেকেই নজর ছিল। আরও বিপুল সম্পত্তির সূত্র এসেছে। যেগুলি অনুব্রত ঘনিষ্ঠদের বলে মনে করা হচ্ছে৷

শুধুমাত্র অনুব্রতর পরিবার নয়, টিম অনুব্রত ও তার কন্যা সুকন্যার বিপুল অঙ্কের সম্পত্তি নিয়ে প্রথম থেকেই সন্দেহ হয়েছিল সিবিআইয়ের। তাই খতিয়ে দেখতে জমি রেজিস্ট্রারের অফিসে গিয়েও তথ্য অনুসন্ধান করে সিবিআই। তারপর থেকে অনুব্রত ঘনিষ্ঠ একাধিক নেতারা এখন সিবিআই স্ক্যানারে। তবে অনুব্রত গ্রেফতার হওয়ার পর গা ঢাকা দিয়েছে অধিকাংশ।

গত বুধবার আসানসোলের সংশোধনাগারে আনা হয়েছে অনুব্রত মণ্ডলকে৷ তারপর থেকে একাধিক জন তার সঙ্গে দেখা করতে আসেন। কারা দেখা করতে আসছে অনুব্রতর সঙ্গে সেদিকেও বিশেষ নজর রেখেছে সিবিআই। আধিকারিকরা৷ সিবিআইয়ের ধারণা, পাচার চক্রের সঙ্গে যুক্ত একাধিক নেতারা দেখা করতে আসবে অনুব্রত মণ্ডলের সঙ্গে।

এমনিতেই কেষ্টর কথা উল্লেখ করে আরও আশ্বাস বাড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক এই কারণ দেখিয়েই ‘প্রভাবশালী’ তকমায় অনুব্রত মণ্ডলকে জেল হেফাজতে নিয়েছিল সিবিআই। মঙ্গলবার তাকে জিজ্ঞাসাবাদ করতে উপস্থিত হয়েছে সিবিআইয়ের প্রতিনিধি দল৷ সকাল ১০ টা থেকে শুরু হবে জিজ্ঞাসাবাদ।