HomeWest Bengalসিবিআইয়ের চক্রব্যূহে কেষ্ট, বোলপুরের বাড়ি ঘিরে ফেলল CRPF

সিবিআইয়ের চক্রব্যূহে কেষ্ট, বোলপুরের বাড়ি ঘিরে ফেলল CRPF

- Advertisement -

বৃহস্পতিবার সাত সকালে অনুব্রতর গড়ে সিবিআই। গরু পাচারকাণ্ডে একাধিকবার সিবিআই-এর হাজিরা এড়িয়ে গিয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এমনকি তাঁর বাড়িতে সিবিআই নোটিস ঝুলিয়ে এলেও কাজের কাজ কিছু হয়নি। এরই মাঝে এদিন কেষ্টর বোলপুরের বাড়িতে হানা দিলেন এক ঝাঁক সিবিআই আধিকারিক। সঙ্গে রয়েছেন বিশাল সিআরপিএফ বাহিনী। বিশিষ্ট মহলের দাবি, আজই গ্রেফতার হতে পারেন তৃণমূলের এই দাপুটে নেতা।

শেষ পাওয়া খবর অনুযায়ী, অনুব্রত মণ্ডলের বাড়ি চারিদিক থেকে ঘিরে ফেলেছে সিআরপিএফের জওয়ানরা। নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছে তাঁর বাড়ি।

   

সূত্রের খবর, আসানসোল এবং কলকাতা থেকে উপস্থিত হয়েছে ৩০ থেকে ৩৫ জনের প্রতিনিধি দল৷ বোলপুরের রতনকুঠি গেস্ট হাউজে তলব করা হয়েছে এক ব্যাঙ্ক কর্মীকে৷ গতকালই কলকাতার নিজাম প্যালেস থেকে ৩ টি গাড়ি ও আসানসোল থেকে দুটি গাড়ি উপস্থিত হয়েছে।সঙ্গে রয়েছে বিশাল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী। অনুব্রত মণ্ডলের বাড়ি সামনে উপচে পড়ছে ভিড়। 

সিবিআইয়ের থেকে ১৪ দিনের সময় চেয়েছেন তিনি। গ্রেফতারির আশঙ্কা থেকে মুক্তি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন অনুব্রত মণ্ডল বলে খবর।

 

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular