Sangyog Yatra: তৃণমূলে জনজোয়ার তোলার আগেই অভিষেককে তলব করতে পারে সিবিআই!

TMC leaders during a meeting

নিয়োগ দুর্নীতি থেকে গরু পাচার ও কয়লা পাচার, লাগাতার অভিযোগে জর্জরিত তৃণমূল৷ গত দুই সপ্তাহে জড়িয়েছে দুই বিধায়কের নাম। এমত অবস্থায় তৃণমূল সুপ্রিমো অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC leader Abhishek Banerjee) নেমেছেন দলের জনসংযোগ (Sangyog Yatra) কর্মসূচিতে। এরই মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই তলব করবে না তো?

নিয়োগ দুর্নীতিতে সরাসরি নাম জড়ায়নি তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের৷ কিন্তু নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের মুখে প্রথম শোনা যায় অভিষেকের নাম৷ অভিযোগ, অভিষেকের নাম নেওয়ার জন্য তাঁকে চাপ দিচ্ছে তদন্তকারী সংস্থা। এরপর নিম্ন আদালত ও হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন তিনি৷ কুন্তলের অভিযোগের প্রেক্ষিতে পদক্ষেপ নেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর নির্দেশ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চাইলে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই ও ইডি।

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে স্থগিতাদেশ দেয়। আপাতত রেহাই পান অভিষেক৷ এরপরেও অভিষেককে তলব করে সিবিআই। যা নিয়ে কম আলোচনা হয়নি। পরে অবশ্য জিজ্ঞাসাবাদ স্থগিত রাখে সিবিআই।

   

এত ঘটনাবলীর মধ্যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কুন্তল। আজ সেই মামলার শুনানি। আগামীকাল থেকে অভিষেকের রাজ্য সফর। তৃণমূলে জনজোয়ার তোলার আগেই অভিষেককে ফের তলব করবে সিবিআই? প্রশ্ন রাজনৈতিক মহলে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন