HomeWest BengalJob Scam: নিয়োগ দুর্নীতির তদন্তে জেরার মুখে অভিষেক

Job Scam: নিয়োগ দুর্নীতির তদন্তে জেরার মুখে অভিষেক

বিচারপতির বেঞ্চ বদলালেও রায় একই থাকল

- Advertisement -

আদালতের নির্দেশে যে কোনও মুহূর্তে জেরা হবে অভিষেকের। নিয়োগ দুর্নীতি মামলায় (Job Scam) অভিষেককে জেরা করতে পারবে সিবিআই ও ইডি। বৃহস্পতিবার এমনই নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদে আর কোনও বাধা রইল না।

অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষকে ২৫ লক্ষ টাকা করে মোট ৫০ লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্টের লিগাল এইড-কে সেই জরিমানা দিতে হবে। এর কারণ, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই আর্জি খারিজ হয়েছে।

   

 বিচারপতির বেঞ্চ বদলালেও রায় একই থাকল

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষ দাবি করেন, অভিষেকের নাম বলতে চাপ দেওয়া হচ্ছে তাঁকে। চিঠির মাধ্যমে অভিযোগ জানান কুন্তল। সেই মামলাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি, সিবিআই জেরা করতে পারে বলে নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। শীর্ষ আদালতের নির্দেশ মামলাটি বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে যায়। তিনিও রায় বহাল রাখলেন।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular