ভালো নেই কালীঘাটের ‘কাকু’! পাওয়া গেল না কণ্ঠস্বরের নমুনা, খালি হাতেই ফিরল সিবিআই

Kalighat's Kaku, Sujay Krishna Bhadra, Granted Interim Bail in CBI Case
cbi cant take voice sample of kalighater kaku

কলকাতা: নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’র শারীরিক অবস্থা এখনও ভালো নয়। তাই, বুধবারও তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা সম্ভব হল না৷ প্রেসিডেন্সি জেল থেকে কাকুর মেডিক্যাল রিপোর্ট  বিচার ভবনে পাঠানো হয়েছে৷ তাতে বলা হয়েছে, অসুস্থ ‘কাকু’৷ তিনি এখনও  জেল হাসপাতালেই চিকিৎসাধীন। বুধবারও খালি হাতে ফিরতে হল সিবিআই-কে৷ 

ধুম জ্বর কাকুর

বুধবার কাকুর আইনজীবী জানান, ধুম জ্বর রয়েছে সুজয়কৃষ্ণের। সঙ্গে সর্দিকাশি৷  চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে তাঁকে। অসুস্থতার কারণেই আদালতেও হাজির করানো সম্ভব হয়নি। মেলেনি কাকুর কন্ঠস্বরের নমুনাও৷

   

এর পরই বিচার ভবনে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এজলাসে সিবিআই-এর তরফে জানানো হয়, এর আগেও অন্তত চার-পাঁচ বার সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের চেষ্টা করা হয়েছে। কিন্তু প্রতি বারই তাঁরা ব্যর্থ হয়েছেন। অসুস্থতার কারণে পিছিয়ে যেতে হয়েছে৷ এখনও হাসপাতালেই চিকিৎসাধীন কাকু৷ তাই এবারেও তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা যায়নি৷ তাই এ বার বিকল্প কোনও ব্যবস্থা চেয়ে আদালতে আবেদন জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁদের আর্জি, এবার কাকুকে আনার অনুমতি দিক আদালত৷ 

আদালতে সশরীরে হাজির করানো গেল না

গত ২৯ জানুয়ারি ‘কাকু’কে আদালতে সশরীরে হাজির করানোর কথা ছিল। কিন্তু, সে দিনও অসুস্থতার কারণে আদালতে হাজির হাতে পারেননি নিয়োগ দুর্নীতির অন্যতম কিংপিন। পরবর্তীতে ৫ ফেব্রুয়ারি তারিখ ধার্য করা হয়৷ কিন্তু, বুধবারও তাঁকে আদালতে হাজির করানো গেল না৷ 

বিকল্প খুঁজছে সিবিআই

উল্লেখ্য, এর আগে সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছিল এফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এ বার সিবিআই তাঁর কন্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চাইছে৷ এদিন বিকল্প সুযোগের দাবিও জানানো হয় সিবিআই-এর তরফে৷ কিন্তু, আদালত জানায়, ‘কাকু’কে সশরীরে আদালতে হাজির করাতেই হবে৷ না-হলে কন্ঠস্বরের নমুনা সংগ্রহ করা যাবে না।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন