Purba Bardhaman: CBI জালে বর্ধমানের পৌরপ্রশাসক, TMC মহলে কানাকানি এবার কে?

News Desk: শীত পড়েনি। হাল্কা হাল্কা গরম ভাব। তবে রাজনৈতিক হাওয়া যেন বৈশাখী লু। প্রবল উত্তপ্ত পূর্ব বর্ধমান জেলা রাজনৈতিক মহল। সেই উত্তাপ ছড়িয়েছে রাজ্য…

Pranab Chatterjee

News Desk: শীত পড়েনি। হাল্কা হাল্কা গরম ভাব। তবে রাজনৈতিক হাওয়া যেন বৈশাখী লু। প্রবল উত্তপ্ত পূর্ব বর্ধমান জেলা রাজনৈতিক মহল। সেই উত্তাপ ছড়িয়েছে রাজ্য জুড়ে। শুক্রবার চিটফান্ড মামলায় সিবিআই অভিযানে গ্রেফতার হয়েছেন বর্ধমানের (Bardhaman) পুর প্রশাসক প্রণব চ্যাটার্জী। তাঁর গ্রেফতারির পর জেলা তৃণমূল কংগ্রেস মহলে কানাকানি এবার কার পালা ?

কলকাতা পুর নিগম ভোটের আগেই শাসকদলের কাছে চরম বিড়ম্বনা। জেলা হোক বা রাজ্য তৃণমূল কংগ্রেস নেতারা মুখ লুকোচ্ছেন। বিরোধী বিজেপি শিবিরে মুচকি হাসি। আর বামপক্ষের প্রশ্ন দীর্ঘ সাড়ে তিন দশকের জমানায় এমন কি বামেদের ঘরে সিবিআই ঢুকেছে ? সবমিলে রাজনৈতিক মহলে চাঞ্চল্য।

অভিযোগ চিটফান্ড সংস্থা ‘সন্মার্গ’-এ টাকা রেখে ২০১০-২০১৩ সালের মধ্যে বহুজন সর্বশ্রান্ত হয়েছেন। এই অর্থলগ্নি সংস্থা বর্ধমান শহরের তেলমারুই পাড়া এলাকার আইনজীবী বর্তমান বর্ধমান পুরস্কার বর্তমান চেয়ারপার্সন প্রণব চ্যাটার্জীর বাড়িতে অফিস ভাড়া নিয়েছিল। CBI প্রতিনিধি দল প্রণব বাবুর বাড়িতে আসে। প্রণব চ্যাটার্জীর স্ত্রী রেখা চ্যাটার্জী জানান,CBI টিম এসে বাড়িটি ঘুরে দেখে এবং কিছু জিজ্ঞাসাবাদ করে চলে যায়।

Advertisements

পরিস্থিতি মোড় নেয় প্রনববাবুকে পশ্চিম বর্ধমানের আসানসোলে নিয়ে যাওয়ায়। সিবিআই আদালত তাঁকে হেফাজতে রাখার নির্দেশ দেয়। এর পরেই রাজ্য জুড়ে শোরগোল।

পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ, জনসমর্থন হারিয়ে বিজেপি সিবিআই গেম খেলছে। তবে বিজেপির তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।