Bhangar: আরাবুল-হাকিমুল সহ ২০ জনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের

arabul islam

ভাঙড়ে আরাবুল ইসলাম এবং তার পুত্র হাকিমুলের বুরুদ্ধের খুনের মামলা দায়ের হল। তৃণমূল নেতা আরাবুল-পুত্র হাকিমুল সহ মোট ২০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ভাঙড়ের কাশীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন নিহত আইএসএফ কর্মীর বাবা।

Advertisements

পঞ্চায়েত নির্বাচনের আগে মনোনয়ন পর্ব চলাকালীন বারবার উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড়। গত বৃহস্পতিবার তৃণমূল এবং আইএসএফ-এর মধ্যে সংঘর্ষে প্রাণ হারান মহিউদ্দিন মোল্লা। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তাঁর। আইএসএফ দাবি করে মৃত ব্যক্তি তাদের দলের কর্মী। রবিবার রাতে মহিউদ্দিনের বাবা কুতুবুদিন মোল্লা কাশীপুর থানায় অভিযোগ দায়ের করেন।

   

মৃত মহিউদ্দিন মোল্লার বাবার অভিযোগের তালিকায় রয়েছে আরাবুল ইসলাম, তাঁর পুত্র হাকিমুল এবং তৃণমূল নেতা শরিফুলের নাম।

জানা যাচ্ছে, ভাঙড়ে অশান্তির ঘটনায় এখনও অবধি ছ’টি মামলা রুজু করা হয়েছে। এর আগে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে তিনটি মামলা রুজু করে এবং তৃণমূলের তরফে মামলা হয় দু’টি। এছাড়াও সংবাদমাধ্যমের অভিযোগের ভিত্তিতে আরও একটি মামলা দায়ের হয়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements