‘বিতর্কিত’ মন্তব্যে বিপাকে লাভলি, তৃণমূল বিধায়কের বিরুদ্ধে হাইকোর্টে মামলা

এবার সোনারপুরের তৃণমূল (TMC) বিধায়ক লাভলি মৈত্রের (Lovely Maitra) বিরুদ্ধে মামলা হল কলকাতা হাইকোর্টে (Calcutta High court)। মঙ্গলবার সোনারপুরের একটি জনসভায় আরজি করের ঘটনার প্রেক্ষিতে…

case file against tmc mla lovely maitra for her deregetory comment on tuesday

এবার সোনারপুরের তৃণমূল (TMC) বিধায়ক লাভলি মৈত্রের (Lovely Maitra) বিরুদ্ধে মামলা হল কলকাতা হাইকোর্টে (Calcutta High court)। মঙ্গলবার সোনারপুরের একটি জনসভায় আরজি করের ঘটনার প্রেক্ষিতে একটি রাজনৈতিক মন্তব্য করেন সোনারপুরের বিধায়ক।

‘সুপ্রিম’ চাপ দিতে আবাবও রাত জাগছে তিলোত্তমা

   

তিনি বলেন, “বদল তো ২০১১-তে হয়েছিল। ২০২৪-এ বদলা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যদি আঙুল কেউ তোলে, সেই আঙুল কী ভাবে নামাতে হয়, আমরা খুব ভাল ভাবে জানি।” লাভলির এই ‘বদলা’ মন্তব্যের প্রেক্ষিতেই মঙ্গলবার আদালতে দ্বারস্থ হন এক মামলাকারী। বুধবার সেই মামলাই গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চেই ওই মামলার শুনানি হওয়ার কথা। 

সিপির ইস্তফার দাবিতে ডাক্তারদের সঙ্গে লালবাজার অভিযানে সামিল কামদুনির প্রতিবাদীরাও

মঙ্গলবার সোনারপুর থানায় বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বাম নেতা তথা আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, লাভলির এই মন্তব্যকে ভালোভাবে নেয়নি তৃণমূল নের্তৃত্ব। আরজি কর কাণ্ডের জেরে এমনিতেই রাজনৈতিকভাবে কোনঠাসা অবস্থায় দল। তারমধ্যে সম্প্রতি কাকলি ঘোষদস্তিদার, উদয়ন গুহথেকে অশোকনগরের তৃণমূল নেতা অতীশ সরকারে মন্তব্যে ইতিমধ্যেই যথেষ্ট বিড়ম্বনায় পড়তে হয়েছে দলকে। তারমধ্যে এবার লাভলির মন্তব্যে দল আরও বিপাকে পড়তে হতে পারে বলে মনে করছে দলীয় নের্তৃত্ব। ইতিমধ্যে এই নিয়ে লাভলিকে সতর্ক করেছে দল। লাভলির মন্তব্য নিয়ে সরব হয়েছে রাজ্যের বিরোধী দলগুলিও। 

আইনের দায়িত্ব নিয়ে বেআইনি কাজ করছে পুলিশ, চরম ভর্ৎসনা হাইকোর্টের

অন্যদিকে, আরজি কর নিয়ে গতকালই বিধানসভায় ধর্ষণবিরোধী বিল পাশ করেছে রাজ্যের শাসকদল। সেই বিলকে সমর্থন জানিয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিও। আগামীকাল বৃহস্পতিবার আরজি কর কাণ্ডের শুনানি হবে সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা। আর তার আগে বুধবার ফের শহরে রাত জাগার কর্মসূচি পালন করতে চলেছে কলকাতার নাগরিক সমাজ। এদিন শ্যামবাজার সহ কলকাতার বিভিন্ন প্রান্তে জমায়েত করে রাত জাগবেন প্রতিবাদী সাধারন মানুষ। জানা গিয়েছে বুধবার রাত দখলের অভিযানে থাকতে পারেন নির্যাতিতার পরিবার। নির্যাতিতার বাবা-মা আরজিকরে যেতে পারেন তাঁরা।