Nepal Border: নেপাল সীমান্তে মালদার বেআইনি আগ্নেয়াস্ত্র বিক্রেতা ধৃত

পুজোর মুখে মালদা থেকে আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসে ধরা পড়ল দুই ব্যক্তি। বৃহস্পতিবার খড়িবেড়ির PWD সংলগ্ন এলাকায় দু রাউন্ড তাজা কার্তুজ, একটি বিদেশি পিস্তল সহ…

পুজোর মুখে মালদা থেকে আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসে ধরা পড়ল দুই ব্যক্তি। বৃহস্পতিবার খড়িবেড়ির PWD সংলগ্ন এলাকায় দু রাউন্ড তাজা কার্তুজ, একটি বিদেশি পিস্তল সহ ইন্দ্রনীল সরকার ওরফে নেপাল সরকার ও সৈকত টুডুকে ধরে ফেলে এসবি জাওয়ানরা। ইন্দ্রনীলের বাড়ি মালদার ইংলিশ বাজার থানার মোকতফ পুরে ও সৈকত টুডুর বাড়ি হবিবপুরে।

গতকাল PWD সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের ধরে জাওয়ানরা। তাদের নেপাল সীমান্তে পানিট্যাঙ্কের পিওবি-তে গিয়ে‌ জিজ্ঞাসাবাদ করে পুলিশ। প্রাথমিকভাবে জানা যায় তারা মালদহ থেকে খড়িবেড়িতে কার্তুজ এক ব্যক্তির কাছে বিক্রি করতে এসেছিল। জিজ্ঞাসাবাদের পর কার্তুজ, পিস্তল সহ ধৃতদের খড়িবেড়ি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।