কালবৈশাখী ঝড়ের দাপটে রায়মঙ্গলে উল্টে গেল মালবাহী নৌকা

ঝড়ের দাপটে রায়মঙ্গলে (Raymangal) ডুবল নৌকা। গোসাবায় রায়মঙ্গল নদীতে ডুবল মালবাহী নৌকা। স্থানীয়দের চেষ্টায় উদ্ধার করা হয়েছে নৌকার ৫ যাত্রীকে। চিমটা বাজারের কাছে প্রবল ঝড়…

cargo boat capsized in Raymangal

ঝড়ের দাপটে রায়মঙ্গলে (Raymangal) ডুবল নৌকা। গোসাবায় রায়মঙ্গল নদীতে ডুবল মালবাহী নৌকা। স্থানীয়দের চেষ্টায় উদ্ধার করা হয়েছে নৌকার ৫ যাত্রীকে। চিমটা বাজারের কাছে প্রবল ঝড় ওঠার ফলের নদীতে শুরু হয় বড় বড় ঢেউ। আর সেই ঢেউতেই উল্টে যায় মালবাহী নৌকা।

তীব্র দাবদাহে পুড়ছিল দক্ষিণবঙ্গ। এক ফোঁটা বৃষ্টির আশায় বসে ছিল সাধারণ মানুষ। আর তারপর শুক্রবার থেকেই আবহাওয়ার বদল হতে শুরু করে দক্ষিণবঙ্গে। একাধিক জেলায় শুরু হয় কালবৈশাখীর তাণ্ডব। সঙ্গে শুরু হয়েছে বৃষ্টি। শনিবার কালবৈশাখীর তাণ্ডব এবং বৃষ্টির জলে ভিজল শহর। কলকাতা সঙ্গে দক্ষিণ ২৪ পরগনাতেও কালবৈশাখী ঝড়ের দাপট দেখা যায়। আর সেখানে রায়মঙ্গল নদীতে ঘটে যায় এই বড় দুর্ঘটনাটি।

Advertisements

একইসঙ্গে শুধু দক্ষিণবঙ্গে নয়, উত্তরবঙ্গেও শুরু হয়েছে কালবৈশাখী চালাচ্ছে তার তান্ডব। শুক্রবার উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় কালবৈশাখীর তাণ্ডব ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক। ২ হাজার মুরগির মৃত্যুর সঙ্গে সঙ্গে ভুট্টা চাষের ক্ষেত্রে ব্যাপক ক্ষতি দেখা গেছে। রাস্তার উপরে, উপরে পড়েছে একাধিক বড় বড় গাছ। একই সঙ্গে দেখা গিয়েছে উত্তরবঙ্গের পড়ুয়ারা পড়ছে সোয়েটার। মাথায় দিয়েছে টুপি। একইসঙ্গে জানাচ্ছে এখনই গরমের ছুটির প্রয়োজন নেই।