Bihar: ৩০ শিশুকে নিয়ে ডুবল নৌকা, মুজফ্ফরপুরে মর্মান্তিক পরিস্থিতি

Bihar: ৩০ শিশুকে নিয়ে ডুবল নৌকা, মুজফ্ফরপুরে মর্মান্তিক পরিস্থিতি

Bihar: ৩০ শিশুকে নিয়ে ডুবল নৌকা, মুজফ্ফরপুরে মর্মান্তিক পরিস্থিতি

Bihar: মুজফফরপুরে মর্মান্তিক পরিস্থিতি। নদী পার হওয়ার সময় ৩০ জন পড়ুয়াকে নিয়ে ডুবে গেছো নৌকা। নিখোঁজ অনেকে। এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ ৩০ জনেরও বেশি পড়ুয়াকে নিয়ে বাগমতী নদী পারাপার করছিল একটি নৌকা। প্রত্যক্ষদর্শীরা জানান, নদীর টান বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মাঝি। মাঝ নদীতে নৌকাডুবি হয়। ডুবে শিশুদের বাঁচাতে প্রথমে স্থানীয়রা জলে নামেন। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) উদ্ধারকাজে নেমেছে। ডুবুরি নিয়ে এসে তল্লাশি চালানো হচ্ছে।

বিহারের মুজাফফরপুরে বৃহস্পতিবার বাগমতি নদীতে ৩০ শিশু সহ একটি নৌকা ডুবে বেশ কয়েকজন শিশুর ডুবে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী ২০ জন শিশুকে উদ্ধার করা হয়েছে। তবে এখনও ১০ জন নিখোঁজ।

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন। জেলা শাসককে ঘটনা নিয়ে তদারকি করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, “আমি জেলাশাসককে দেখতে বলেছি। আমরা হতাহতদের পরিবারকে প্রয়োজনীয় সব সহায়তা দেব।” জানা গিয়েছে যে সমস্ত শিশুরা স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়েছিল যখন এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। বাগমতি নদীর ধারে মধুপুর পট্টি ঘাটের কাছে এই ঘটনা ঘটে। নীতীশ কুমার জেলায় চলমান প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা করতে মুজাফফরপুরে থাকার সময়ই এই দুর্ঘটনা ঘটে।