Panchayat Election: কলকাতা হাইকোর্টের ‘রোষানলে’ রাজীব সিনহা

amrita singh kolkata high court

ফের পঞ্চায়েত ভোট (Panchayat Election) নিয়ে রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে (State Election Commissioner Rajeev Sinha) ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। তিনি আদৌ সেই পদে আছেন কিনা প্রশ্ন তুললেন বিচারপতি। এমনকি দায়িত্ব না নিতে পারলে নির্বাচন কমিশনার পদ থেকে রাজীব সিনহাকে সরে যেতে বলেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।

Advertisements

আইএসএফ প্রার্থীদের মনোনয়ন চেয়ে করা মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি অমৃতা সিনহা কমিশনের কাছ থেকে জানতে চাইলেন, নির্বাচন কমিশন নির্ঘণ্ট মেনে ভোট চালাচ্ছে এখনও? তিনি ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, ‘ভোট হচ্ছে, নাকি হচ্ছে না? প্রশ্নের সঠিক উত্তর চাই কমিশনের থেকে’।আজ দুপুর ২টোর মধ্যে কমিশনের থেকে জবাব তলব করলেন বিচারপতি অমৃতা সিনহা।

ভাঙড়ে আইএসএফের অভিযোগ যে, ১৯ তারিখ পর্যন্ত ওয়েবসাইটে নাম। তারপরেই নাম উড়ে গিয়েছে ওয়েবসাইট থেকে তা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল আইএসএফ। ওয়েবসাইটের এই সমস্যা নিয়ে প্রশ্ন উঠেছে। হাইকোর্টের নির্দেশে মনোনয়ন জমা দিয়ে কমিশনের ওয়েবসাইটে নাম উঠেছিল। সুরক্ষা দিয়ে মনোনয়ন জমা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি মান্থা।

Advertisements

আইএসএফ-এর অভিযোগ ছিল, মনোনয়ন পত্র দেওয়ার পরেই ওয়েবসাইট থেকে সেই নাম উধাও। ১৯ তারিখ পর্যন্ত নাম থাকলেও, তার পরে নাম উধাও। এই বিষয় নিয়ে মামলা হওয়ার পরেই প্রশ্ন তুলেছেন বিচারপতি। তাঁর প্রশ্ন, নিয়ম মেনে মনোনয়ন জমা করা হলেও কীভাবে নাম উধাও হল। এক্ষেত্রে কমিশনের ভূমিকা কী, কমিশনের কী বলার রয়েছে, তা জানতে চায় হাইকোর্ট।  দুপুর ২টোর মধ্যে কমিশনের জবাব চেয়েছে হাইকোর্ট।