কলকাতা হাইকোর্ট পুলিশের আপত্তি অগ্রাহ্য করে পুরুলিয়ার সরকারপাড়া জগদ্ধাত্রী পুজো কমিটিকে পুজোর অনুমতি দিল। বুধবার বিচারপতি জয় সেনগুপ্ত এই অনুমতি প্রদান করেন। মামলাকারী পুজো কমিটির তরফে জানানো হয়েছে, দমকল বিভাগ, স্থানীয় প্রশাসন ও অন্যান্য প্রয়োজনীয় দপ্তরগুলি থেকে অনুমতি পাওয়া গেলেও পুলিশ অনুমতি প্রদান করেনি।
মামলাকারীদের দাবি, কয়েক বছর আগে এই পুজোয় যোগ দিয়েছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সেই ঘটনার পর থেকেই পুজো অনুমতি নিয়ে প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে সরকারপাড়া জগদ্ধাত্রী পুজো কমিটি। পুজো কমিটির সভাপতি বিজেপির পুরুলিয়া জেলা সহ-সভাপতি হওয়ার কারণে অনুমতি না দেওয়ার পিছনে রাজনৈতিক কারণ রয়েছে বলে মনে করছেন অনেকে।
এ প্রসঙ্গে আদালতে পুলিশ জানায়, এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার জন্য এবং জনসুরক্ষার কথা বিবেচনা করেই অনুমতি দেওয়া হয়নি। তবে বিচারপতি সেনগুপ্ত এই যুক্তি খারিজ করে পুজোর অনুমতির নির্দেশ দেন। তিনি বলেন, যেখানে প্রশাসনের অন্যান্য শাখা অনুমতি প্রদান করেছে, সেখানে শুধুমাত্র পুলিশের আপত্তি যথেষ্ট নয়।
বিচারপতির নির্দেশ অনুযায়ী, পুজোর আয়োজনের ক্ষেত্রে কোনো প্রকার আইনশৃঙ্খলা ভঙ্গের ঘটনা ঘটলে বা প্রশাসনিক বিধিনিষেধ অমান্য হলে সেই ক্ষেত্রে পুলিশ তাৎক্ষণিক পদক্ষেপ নিতে পারবে। তবে তেমন পরিস্থিতি তৈরি না হওয়া পর্যন্ত পুলিশকে বাধা না দেওয়ার নির্দেশ দেন বিচারপতি।
এই রায়ের পর পুজো কমিটির সভাপতি এবং স্থানীয় বিজেপি নেতৃত্ব এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এই রায় প্রমাণ করে যে ধর্মীয় অনুষ্ঠানের ক্ষেত্রে কোনো রাজনৈতিক পক্ষপাতের স্থান নেই।