চিন্তা বাড়ল মমতার? বাংলায় আরও বাড়ল কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সময়সীমা

আরও বাড়াল পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সময়সীমা। শুক্রবার হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ, আগামী বুধবার (২৬ জুন, ২০২৪) পর্যন্ত…

Calcutta High Court orders that central forces will be deployed in West Bengal till June 26

আরও বাড়াল পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সময়সীমা। শুক্রবার হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ, আগামী বুধবার (২৬ জুন, ২০২৪) পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকবে।

আগামী বুধবার ফের এই মামলার শুনানি রয়েছে।

   

ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল ২১ জুন, অর্থাৎ আজ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার জন্য। এবার সেই মেয়াদ আরও বাড়াল কলকাতা হাইকোর্ট।

ভোট পরবর্তী হিংসায় নিয়ে বিস্তর অভিযোগে সরগরম বাংলা। ভোট মিটতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি ও গোলমালের অভিযোগ তুলতে শুরু করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। এসবের মধ্যে এবার রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সময়সীমা বৃদ্ধির নির্দেশ বেশ তাৎপর্যবাহী।

এদিন আদালত জানিয়েছে, ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়া প্রত্যেককে মঙ্গলবারের মধ্যে নিজেদের বাড়িতে পৌঁছে দিতে হবে। তাদের ঘর ও সম্পত্তির কী ক্ষতি হয়েছে তাও ছবি তুলে নথিভুক্ত করতে হবে প্রশাসনকে।

হাসপাতালে মমতা! আজই অস্ত্রপচার, কী হল মুখ্যমন্ত্রীর?

এ দিনের শুনানিতে মামলাকারীদের পক্ষের আইনজীবীর যুক্তি, রাজ্যের বিভিন্ন জায়গায় এখনও অশান্তির পরিবেশ রয়েছে। বহু মানুষ এখনও ঘরছাড়া। ফলে ভোট পরবর্তী হিংসার মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে দেওয়া হোক। কারণ এর সঙ্গে বহু জনের প্রাণের প্রশ্ন জড়িত। সেই কারণেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সময়সীমাও বাড়ানো হোক।

বিচারপতি হরিশ ট্যান্ডন এ দিন জানান বাস্তব চিত্র জানতে চান। যার পাল্টা রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান, অভিযোগ সত্যি কি না, তা দেখা উচিৎ। ডিজির অফিসে ৪ জুন থেকে ১৮ জুন পর্যন্ত ৮৫৯ ইমেল এসেছে। এর মধ্যে ২০৪ কেস কগনিজেবল। এগুলি প্রকৃত ঘটনা। বাকি ১৭৯টি কেস নন কগনিজেবল। ১৭৯টি কেসের কোনও অভিযোগ প্রকাশ পায়নি। ২০৯টি মিথ্যে অভিযোগ। ৪৫ পারিবারিক ঝামেলা। হিসেব অনুযায়ী প্রতিদিন গড়ে ২০টি অভিযোগ বিভিন্ন রাজ্য জুড়ে হয়েছে। রাজ্য সেটা নিয়ন্ত্রণ করতে পারবে। রাজ্য মনে করছে না আরও বেশি সময় ধরে কেন্দ্রীয় বাহিনী থাকার দরকার আছে।’

উভয় তরফের সওয়াল শেষে উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ আগামী বুধবার পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী নোতায়েনের নির্দেশ দেয়।