OBC Certificate: ২০১০ সালের পর তৈরি সব ওবিসি শংসাপত্র বাতিল, বড় নির্দেশ হাইকোর্টের

২০১১ সাল থেকে দেওয়া রাজ্যের সব ওবিসি শংসাপত্র (OBC Certificate) বাতিল করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ফলে বাতিল হতে চলেছে প্রায় ৫ লাখ অন্যান্য…

bengal govt moves to high court on rg kar case

short-samachar

২০১১ সাল থেকে দেওয়া রাজ্যের সব ওবিসি শংসাপত্র (OBC Certificate) বাতিল করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ফলে বাতিল হতে চলেছে প্রায় ৫ লাখ অন্যান্য অনগ্রসর শ্রেণি শংসাপত্র। তবে ২০১০ সালের আগে তৈরি ওবিসি শংসাপত্র বৈধ বলে জানিয়েছে উচ্চ আদালত।

   

ওই ওবিসি শংসাপত্র দেখিয়ে সংরক্ষণের আওতায় যাঁরা চাকরি পেয়েছিলেন বা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছেন, তাঁদের চাকরি অবশ্য বহাল থাকবে বলেই জানিয়েছে কলকাতা হাইকোর্ট। কিন্তু, বুধবার উচ্চ আদালতের নির্দেশের পর বাতিল বলে গণ্য ওবিসি শংসাপত্রের ভিত্তিতে আর নতুন করে কোনও সুযোগ, সুবিধা কেউ পাবেন না।

ওবিসি সংরক্ষণ মামলায় ১৪ বছর পর রায় ঘোষণা করল কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ৷ নির্দেশে উল্লেখ, ২০১০ সালের পর যেসব ওবিসি শংসাপত্র রাজ্য়ে তৈরি হয়েছে তা নিয়ম মেনে হয়নি। নতুন ওবিসি সংরক্ষণ তালিকা ১৯৯৩ সালের আইন মেনে তৈরি করতে হবে। ওয়েস্টবেঙ্গল ব্যাকওয়ার্ডক্লাস কমিশনকে ওবিসি তালিকা নির্ধারণ করতে হবে। সেই তালিকাকে রাজ্য আইনসভা অনুমতি দেবে। তারপরই তালিভুক্ত সম্প্রদায় বাংলায় ওবিসি বলে পরিগণিত হবে।

Amit Shah Attacks Mamata Banerjee: শুভেন্দুর বাড়িতে পুলিশি হানা, মমতাকে কী হুঁশিয়ারি অমিত শাহ-র?

তৃণমূলের সঙ্গে যোগসাজশ! বসিরহাটের অতিরিক্ত জেলাশাসককে সরিয়ে দিল নির্বাচন কমিশন

Ramakrishna Mission: সত্যিই ভোটারদের প্রভাবিত করে রামকৃষ্ণ মিশন? মুখ খুললেন মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ