TMC: ভোটের মুখে নদীয়ায় খুন তৃণমূল কর্মী, উত্তপ্ত এলাকা

ভোটের মুখে খুন হলেন আবারো এক তৃণমূল (TMC) কর্মী। লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024) আগেই রাজ্যজুড়ে বাড়ছে হিংসার প্রকোপ । তবে এই হিংসাকে কেন্দ্র করেই…

ভোটের মুখে খুন হলেন আবারো এক তৃণমূল (TMC) কর্মী। লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024) আগেই রাজ্যজুড়ে বাড়ছে হিংসার প্রকোপ । তবে এই হিংসাকে কেন্দ্র করেই হয়ত ঘটে গেল নদীয়ার নাকাশিপাড়ায় খুনের ঘটনা। এই খুন অবশ্য রাজনৈতিক কারণে না ব্যক্তিগত কারণে তা এখনও পুলিশের কাছে স্পষ্ট নয় । তবে ভোট যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে বাংলা। শত চেষ্টা করেও রক্ত ঝরা বন্ধ করা যাচ্ছে না।

জানা যাচ্ছে,নাকাশিপাড়ার তৃণমূল কর্মী নিজেদের গাড়িতে ইদের বাজার করতে গিয়েছিলেন। গাড়িতে চালক ছাড়া আর তিন জন অর্থাৎ জাহিদুল ও তাঁর স্ত্রী-পুত্র ছিলেন। অভিযোগ, দুষ্কৃতীরা মাঝ রাস্তায় গাছ ফেলে তাঁদের গাড়ি আটকায়। কিছু বুঝে ওঠার আগেই গাড়ির মধ্যে ধারাল অস্ত্র নিয়ে ঢুকে পড়ে দুষ্কৃতীরা। গাড়ি থেকে টেনে হিঁচড়ে বার করে এনে কোপাতে থাকে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন জাহিদুল।

অভিযোগ, তারপরও তাঁকে কোপানো হয়। তাঁকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাঁর স্ত্রী। আহত হয় ছেলেও। স্থানীয় মানুষের সহযোগিতায় আহতদের দ্রুত উদ্ধার করে নিয়ে আসা হয় বেথুয়াডহরি হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা এক জনকে মৃত বলে ঘোষণা করেন। বাকিরা আশঙ্কাজনক অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

পরিবার দুটি বিষয় উল্লেখ করেছে, একটি রাজনৈতিক কারণে এই হামলা। নাহলে জমি সংক্রান্ত একটি পুরনো বিবাদও ছিল। সেই কারণেও হামলা হতে পারে বলে অভিযোগ। এখনো পর্যন্ত অবশ্য এই খুন নিয়ে মুখ খোলেননি তৃণমূল নেতৃত্ব।