বিরাট ধাক্কা মমতার! CAA-র আওতায় ভারতীয় নাগরিকত্ব পেলেন ৮ বাঙালি

সপ্তম দফার লোকসভা ভোটের মুখে বড় খবর। সিএএ-এর (CAA) আওতায় ভারতীয় নাগরিকত্ব পেলেন ৮ জন বাঙালি। তাঁদের মধ্যে ৭ জন উত্তর ২৪ পরগনার এবং এক…

caa-8-people-from-west-bengal-get-citizenship-certificates-under-citizenship-amendment-act

সপ্তম দফার লোকসভা ভোটের মুখে বড় খবর। সিএএ-এর (CAA) আওতায় ভারতীয় নাগরিকত্ব পেলেন ৮ জন বাঙালি। তাঁদের মধ্যে ৭ জন উত্তর ২৪ পরগনার এবং এক জন নদিয়ার বাসিন্দা। বিজেপির (পশ্চিমবঙ্গ) সাধারণ সম্পাদক জগন্নাথ চটোপাধ্যায় ফেসবুক পোস্টে এই তথ্য জানান।

ফেসবুক পোস্টে জগন্নাথ চটোপাধ্যায় লেখেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, সিএএ হতে দেব না। জানিয়ে রাখি আজ ৮ জন বাঙালি শরণার্থী নাগরিকত্বের সার্টিফিকেট পেয়েছেন। ৭ জন উত্তর ২৪ পরগনার এবং এক জন নদিয়ার। একটি নাগরিকত্ব সার্টিফিকেটের নমুনা দিলাম। যাঁরা আজ নাগরিকত্ব পেলেন তাঁদের ভারতে সসম্মানে থাকার কোনও সমস্যা হবে না। কারণ মোদীজির গ্যারান্টি- পৃথিবীর কোনও শক্তি সিএএ ঠেকাতে পারবে না। শরণার্থীরা নাগরিকত্ব পাবেনই।

   

মোদীর বক্তৃতা চলাকালীন অসুস্থ সাংবাদিক! কী করলেন প্রধানমন্ত্রী?

২০১৬ সালে সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করে মোদী সরকার। এরপর ২০১৯ সালের ডিসেম্বরে সংসদের দুই কক্ষেই পাস হয় বিল। তারপর উনিশের ডিসেম্বরেই রাষ্ট্রপতির সম্মতিতে আইনে পরিণত হয়। ২০১৯ সালের শেষে আইন তৈরি হলেও এত বছরেও তা চালু করতে পারেনি মোদী সরকার। এ নিয়ে অনেকের মনেই ক্ষোভ তৈরি হয়। পশ্চিমবঙ্গের মতুয়া সমাজও বারবার ক্ষোভ প্রকাশ করে।

চলতি বছর ১১ মার্চ মাসে দেশজুড়ে লাগু হয় সিএএ। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। সংশোধিত নাগরিকত্ব আইন। এই আইন অনুযায়ী, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের সংখ্যালঘুরা ধর্মীয় অত্যাচারের কারণে ভারতে এলে তাঁদের আশ্রয় দেওয়া হবে। ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ভারতে আসা হিন্দু, পারসি, জৈন, বৌদ্ধ, শিখ এবং খ্রিষ্টানদের নাগরিকত্ব দেবে ভারত সরকার। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের সংখ্যাগরিষ্ঠরা ভারতে এলে তাঁদের অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হবে।

Suvendu Adhikari: চটে লাল শুভেন্দু, সভা বাতিলের পরেই ধুয়ে দিলেন মমতাকে!

তৃণমূল সহ বিভিন্ন রাজনৈতিক দল সিএএ-র তীব্র বিরোধিতা করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দেন, কোনওভাবেই সিএএ কার্যকর করতে দেবেন না। এর পাল্টা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ জানান, সিএএ কোনওভাবেই আটকাতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়।

এরপর ১৫ মে নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) অধীনে প্রথম নাগরিকত্বের শংসাপত্র জারি করে স্বরাষ্ট্র মন্ত্রক। ১৪ জনকে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার জন্য এই শংসাপত্র দেওয়া হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা ওই দিন নয়াদিল্লিতে কয়েকজন আবেদনকারীর হাতে নাগরিকত্বের শংসাপত্র তুলে দেন।

মোদীর ধ্যান ভাঙাতে মরিয়া মমতা! তড়িঘড়ি পদক্ষেপের ঘোষণা