সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে (Bye Election) ভালো ফল করেছিল ঘাসফুল শিবির। তারই প্রভাব দেখা গেল এবার উপনির্বাচনের ফলাফলেও। এই উপনির্বাচনে বিজেপি কে পিছনে ফেলে রেকর্ড গড়ল তৃণমূল। শনিবার মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ ও রায়গঞ্জে উপনির্বাচনের ফল প্রকাশ হয়েছে। এই চার কেন্দ্রেই ফুটেছে ঘাসফুল। উপনির্বাচনে (Bye Election) রানাঘাট দক্ষিণ বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুকুটমণি অধিকারী ৩৯ হাজার ৪৮ ভোটে জয়লাভ করেছেন। রায়গঞ্জে ৫০ হাজার ৯৩ ভোটে জয়ী হয়েছেন তৃণমূলের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। মানিকতলায় ৬২৩১২ ভোটে জিতেছেন সুপ্তি পাণ্ডে। ৩৩ হাজার ৪৬৮ ভোটে জিতেছেন বাগদার ঠাকুরবাড়ির কনিষ্ঠ সদস্য মধুপর্ণা ঠাকুর।
Thakurnagar: ছোটো বোনের জয়েই কী নিজের ‘সর্বনাশ’ দেখছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু?
বাগদা বিধানসভা থেকে জিতে রেকর্ড গড়লেন মধুপর্ণা ঠাকুর । কনিষ্ঠতম বিধায়ক হিসেবে বিধানসভায় যাচ্ছেন তিনি। মাত্র ২৫ বছর ১ মাস বয়সে পশ্চিমবঙ্গ বিধানসভায় যাচ্ছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা। এর আগে এই রেকর্ড তৃণমূলের প্রয়াত বিধায়ক সুব্রত মুখোপাধ্যায়ের দখলে ছিল। ২৬ বছরে বিধায়ক হয়েছিলেন তিনি। ৩০ হাজারের বেশি ভোটে বাগদা থেকে জয়ী হয়েছে মধুপর্ণা। হারিয়েছেন বিজেপির বিনয়কুমার বিশ্বাসকে।
তৃণমূলের টিকিটে রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকে জিতে ফের বিধায়ক হলেন মুকুটমণি অধিকারী। সবুজ ঝড়ে কার্যত উড়ে গিয়েছেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজকুমার বিশ্বাস। প্রায় ৪০ হাজার ভোটে মনোজকে হারিয়েছেন মুকুট। আর বিধানসভা উপনির্বাচনে জিতেই বিরাট রেকর্ড গড়লেন তরুণ চিকিৎসক মুকুটমণি অধিকারী। ৩৯ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন মুকুটমণি।
জিতেই হারের কারণ ফাঁস রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণীর! মমতা-অভিষেকের কৃতিত্ব নিয়েই সন্দেহ?
বিপুল ভোটের ব্যবধানে এবার মানিকতলায় জিতলেন সুপ্তি পাণ্ডে। প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের স্ত্রী তিনি। ২০২১ সালে সাধন পাণ্ডে জিতেছিলেন ২০ হাজার ২৩৮ ভোটে। সুপ্তি পাণ্ডে ৬২ হাজার ৩১২ ভোটে জয়ী হয়েছেন এবার। ২০২৪-এর উপনির্বাচনে সুপ্তি পাণ্ডের প্রাপ্ত ভোট ৮২ হাজার ৮৬১ ভোট। কল্যাণ চৌবে পেয়েছেন ২০ হাজার ৭৪৫ ভোট। অর্থাৎ ২০২১ সালের তুলনায় কল্যাণের প্রাপ্ত ভোট তো কমেছেই, তৃণমূল প্রার্থী বহু পিছনে ফেলে দিয়েছে তাঁকে। মোট ৬২ হাজার ৩১২ ভোটে জয়ী হয়েছেন তিনি।
লোকসভা ভোটে পরাজিত হবার পর রায়গঞ্জে ঘাসফুল ফোটালেন কৃষ্ণ কল্যাণী। ২০২৪ সালে সেখানে ৪৬ হাজারের বেশি ভোটে জিতেছিল বিজেপি। এবার সেই বিজেপিকে পিছনে ফেলে ৫০ হাজারের বেশি ভোটে জয়লাভ করে রায়গঞ্জ। এই প্রথমবার রায়গঞ্জ কেন্দ্রে জয়ী হল তৃণমূল। দলবদল করে বিজেপিতে গিয়েছিলেন কৃষ্ণ কল্যাণী। পরে তৃণমূলে ফেরার পর টিকিট পান লোকসভা ভোটে। তবে লোকসভায় হেরে যান বিজেপির কাছে। এবার বিধানসভায় বড় ব্যবধানে জয় এনে দিলেন তিনি।