মিলন পণ্ডা পূর্ব মেদিনীপুর, সেপ্টেম্বর ১৩: পাওনা টাকা না পেয়ে আইসক্রিম ব্যবসায়ী’কে ডেকে মারধর ও গুম করে (Businessman Abducted) দেওয়ার অভিযোগ! আইসক্রিম ব্যবসায়ী পরিবারের অভিযোগের ভিত্তিতে আইসক্রিমের ডিলার ও চালক’কে গ্রেফতার করলো কাঁথি থানায় পুলিশ।
ধৃতরা হল কাঁথি থানায় পশ্চিম কুশবনি গ্রামের আইসক্রিমের ডিলার দিবাকর নন্দ ও জুনপুট উপকুল থানায় দহসোনামুঁই গ্রামের গাড়ি চালক স্বপন দাস। শনিবার অভিযুক্তদের কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক দু’জনের জামিন নাকচ করে ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানার পশ্চিম কুশবনি গ্রামের দিবাকর নন্দের একটি দামি কোম্পানি আইসক্রিম ডিলার শিপ রয়েছে। দীর্ঘদিন ধরে জুনপুট উপকূল থানায় বাসিন্দা অভিজিৎ বেরা নামে দিবাকর নন্দের কাছ থেকে আইসক্রিম নিয়ে রাস্তায় ঘুরে ঘুরে বিক্রি করতো বলে অভিযোগ।
এরপর আইসক্রিমের ডিলার পরিবর্তন করে দেন অভিজিৎ বেরা বলে অভিযোগ। ৫২ হাজার ধার হয়ে যায় বলে অভিযোগ।
এরপর আইসক্রিম ডিলার পরিবর্তন করে দেয় অভিজিৎ বলে অভিযোগ। অন্যত্র থেকে আইসক্রিম নিয়ে রাস্তায় ঘুরে ঘুরে ব্যবসা করতো। পাওনা টাকা চেয়ে একাধিকবার দারস্ত হয় ডিলার দিবাকর নন্দ বলে অভিযোগ। পাওনা সেই টাকা ফেরত দিতে কোনমতেই তোড়জোর দেখায়নি ব্যবসায়ী অভিজিৎ বেরা বলে অভিযোগ।
গত ১১ ই সেপ্টেম্বর দুপুরে কাঁথি দিঘা বাইপাশে আইসক্রিম ব্যবসায়ী অভিজিৎ বেরা’কে ডেকে পাঠায় ডিলার দিবাকর নন্দ। বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তারপরে ওই ব্যবসায়ীর কোথাও খোঁজ পাওয়া যায়নি। দীর্ঘক্ষণ বাড়ি না ফিরলে পরিবারের লোকেরা খোঁজাখুঁজি শুরু করে। দ্রুত কাঁথি থানায় উপস্থিত নিখোঁজ অভিজিৎ বেরা’র দাদা।
AFC Champions League Two : “আমরা তৈরি…” কলকাতা পৌঁছেই বাগান নিয়ে হুঙ্কার দিলেন আহাল কোচ
এখনোও পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায়নি অভিজিতের। কাঁথি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মারধর করে গুম করে যাওয়ার অভিযোগ তোলেন। এমন অভিযোগে নড়েচড়ে বসে কাঁথি থানায় তদন্তকারী পুলিশ অফিসার চন্দন মাইতি। রাতেই দু’জন আইসক্রিম ডিলার ও চালক’কে গ্রেফতার করে।
এই মামলা তদন্তকারী পুলিশ অফিসার চন্দন মাইতি বলেন ” অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে আগে কিছু বলা সম্ভব নয় “।