Sikkim: শিলিগুড়ি থেকে সিকিমগামী একটি যাত্রীবাহী বাস পড়ল পাহাড়ি খাদে। দুর্ঘটনায় একাধিক যাত্রী নিহত। জানা গেছে পশ্চিমবঙ্গ ও সিকিম সীমান্তের রংপোতে অটল ব্রিজের ওঠার মুখে তিস্তা নদীতে পড়ে যায় বাসটি। ঘটনাস্থলেই কমপক্ষে ৪জনের মৃত্যু হয়েছে । ২০জন গুরুতর আহত।
রাংপো থেকে দুর্ঘটনার ছবি ছড়িয়েছে। শিলিগুড়িতেও উদ্বেগ। শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার এই বাসের যাত্রীদের অনেকেই গুরুতর জখম। বাসটি রাংপোর সেতু থেকে পড়ে যাওয়া আসে পাশের অনেকেই দেখেছেন। তড়িঘড়ি স্থানীয়রা এসে বাসের যাত্রীদের উদ্ধার করার কাজ শুরু করেন।
রাংপোর সেতুটির একদিকে পশ্চিমবঙ্গ ও অন্যপাশে সিকিম। জানা যাচ্ছে, বাসটি পশ্চিমবঙ্গের দিকেই খাদে উল্টে পড়েছে।