Howrah: হাওড়ায় বাস দুর্ঘটনার পর মর্মান্তিক পরিস্থিতি, যাত্রীদের মৃত্যু

হাওড়া জেলার গাববেড়িয়ার ধূলারবাঁধে ডিহিভূরসূট বাসের সাথে লরির ধাক্কায় ৫ জন নিহত ও বহু মানুষ আহত। Advertisements পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক। দুর্ঘটনার পর রাস্তার উপর পড়ে…

হাওড়া জেলার গাববেড়িয়ার ধূলারবাঁধে ডিহিভূরসূট বাসের সাথে লরির ধাক্কায় ৫ জন নিহত ও বহু মানুষ আহত।

Advertisements

পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক। দুর্ঘটনার পর রাস্তার উপর পড়ে থাকেন যাত্রীরা। রক্তাক্ত অবস্থায় তাদের কোনওরকমে উদ্ধার করেন এলাকাবাসী। দুর্ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়েছে। আরও অনেকে জখম।

বিজ্ঞাপন

আহত যাত্রীদের কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের চিকিৎসার জন্য সোশ্যাল মিডিয়াতে রক্ত দাতাদের আহ্বান করছে বিভিন্ন সংগঠন।

বাস ও লরির ধাক্কায় দুটি গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। এলাকাবাসী জানাচ্ছেন, প্রবল শব্দে সবাই হতচকিত হয়ে যান। এর পরেই দেখা যায় ভয়াবহ পরিস্থিতি। বাসের যাত্রীরা রক্তাক্ত হয়ে সড়কের উপর পড়ে আছেন। নিহতদের সরানোর কাজ চলছে। ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী। 

মুচিঘাটা করুণাময়ী রুটের একটি বাস দ্রুত গতিতে মুচিঘাটার দিকে যাচ্ছিল৷ সেই সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরিকে ধাক্কা মারে৷ বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে ৫ জনের মৃত্যু হয়। আহতদের গাববেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।